নিজস্ব প্রতিবেদন : ২১ দিনের লকডাউনের পর নতুন করে দেশজুড়ে চলছে লকডাউনের দ্বিতীয় পর্ব। ৩রা মে পর্যন্ত চলবে এই লকডাউন পর্ব। গোষ্ঠী সংক্রমণের লক্ষণ দেখা দিতে শুরু করেছে দেশের বেশ কিছু এলাকায়। এই পরিস্থিতিতেও বাধ্য হয়ে ছাড় দিতে হচ্ছে কিছু কিছু জরুরী পরিষেবাকে। স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ মতো রাজ্য সরকারগুলি দেশব্যাপী কারফিউয়ের মধ্যে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের সরবরাহ অব্যাহত রাখার জন্য ‘ই-পাস’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় এই গতিবিধি সরকার কঠোর ভাবে নিয়ন্ত্রণ করবে।
তবে আরোগ্য সেতু অ্যাপ যা ‘ই-পাস’ হিসাবে কাজ করবে তা নিয়ে অসুবিধায় পড়ছেন অনেকেই। এই ‘ই-পাস’ পাওয়ার আবেদন পদ্ধতি ও ব্যবহার বুঝতে পারছেন না অনেকেই। সে কথা মাথায় রেখেই ‘ই-পাস’ সম্বন্ধে নতুন গাইড লাইন দেওয়া হয়েছে।
১. এই ‘ই-পাস’ কি?
এই ‘ই-পাস’ ব্যক্তির সকল রকম তথ্যের আধার। ব্যক্তির প্রাথমিক তথ্য, কোম্পানির নাম, যোগান পরিষেবায় যুক্ত অনান্য সদস্যদের নাম, ই-পাস ব্যবহার করার নির্দিষ্ট তারিখ, কাজের স্থান ও কী ধরনের কাজ তাই উল্লেখ থাকবে ওই ই-পাসে।
২. অত্যাবশ্যকীয় জিনিসপত্র ছাড়াও অন্য উদ্দেশ্য এই ‘ই-পাস’ ব্যবহার করা যাবে?
না, করা যাবে না। যদি কোন ব্যক্তি বা সংস্থা নিয়মভঙ্গ করেন সে ক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী তাঁর শাস্তি হবে।
৩. ‘ই-পাস’ নম্বর কি?
৬ সংখ্যার আলফানিউমেরিক ID লেখা থাকবে ‘ই-পাস’-এর উপর।একেই ‘ই-পাস’ নম্বর বলে।
৪. সব জায়গায় এই ‘ই-পাস’ ব্যাবহার করা যাবে?
না, করা যাবে না। নির্দিষ্ট সরবরাহ স্থানের উল্লেখ থাকবে ওই ‘ই- পাস’-এ।
৫. এই ‘ই-পাস’ কার্যকর করার অধিকারী কে?
প্রত্যেক ‘ই-পাস’-এর উপর থাকবে রাজ্য সরকারের লোগো। ওটাই ‘ই-পাস’ ব্যবহারের অনুমোদন চিহ্ন।
৬. কি ভাবে ‘ই-পাস’ যাচাই (ভেরিফাইড করা) হবে?
‘ই-পাস’-কে প্রথমে স্ক্যান করতে হবে QR কোড স্ক্যানর দিয়ে। অথবা সেন্ড করা যাবে এসএমএসের মাধ্যমে। লিখতে হবে ‘VERIFY e-pass number’ to 9686454890। যদি এটি ঠিক বা ভ্যালিড হয়, পাওয়া যাবে অটোমোটেড কনফার্মেশন ই-পাস সিস্টেম থেকে।
৭. এই ‘ই-পাস’ কি কার্যকর হবে সরকারের দেওয়া যেকোন ID-এর সঙ্গে?
হ্যাঁ, তবে সেই ID হতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স কার্ডের সমতূল্য।