নিজস্ব প্রতিবেদন : আর মিলবে না ২০০০ টাকার নোট। অন্ততপক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট এমনটাই বলছে। ২০০০ টাকার নতুন নোট ছাপা বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাজার থেকে এই নোট তুলে নেওয়ার কাজ চালাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ২০২১-২০২২-এ অর্থবর্ষে নতুন করে কোনো ২০০০ টাকার নোট ছাপানো হবে না। পাশাপাশি গত অর্থবছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাত্র একটি ২০০০ টাকার নোট ছাপিয়ে ছিল। ২০০০ টাকার নোট সংক্রান্ত এই রিপোর্ট গত ২৬ মে পেশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২০১৬ সালে রাতারাতি ভারত সরকারের তরফ থেকে পুরাতন ৫০০ ও ১০০০ টাকার নোট বন্দি করার পর বাজারে এসেছিল এই ২০০০ টাকার নোট। গত অর্থ বর্ষের রিপোর্টে ৫.৪৮ লক্ষ কোটি টাকা ২০০০ টাকার নোট ছিল। আর সেই নোট ২০২১ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে ৪.৯ লক্ষ কোটি টাকার।
[aaroporuntag]
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও যে সকল তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে জানা গিয়েছে, ২০১৮ সালের মার্চে ৩৩৬.৩ কোটি ২০০০ টাকার নোট ছিল। সেই সংখ্যাটা ২০২১ মার্চে কমে দাঁড়িয়েছে ২৪৫.১ কোটি। অর্থাৎ হিসেব অনুযায়ী এই তিন বছরে ২০০০ টাকার নোট কমেছে ৯১.২ কোটি।