নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। আর এই নাজেহাল অবস্থা থেকে বের হতে দেশের একাধিক রাজ্য লকডাউন জারি করেছে। অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বাড়ছে আক্রান্তের সংখ্যা। যে কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার আংশিক লকডাউনের পাশাপাশি ১৪ দিনের জন্য সমস্ত রকম লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি পূর্ব রেল দূরপাল্লার একাধিক ট্রেনও বাতিল করেছে।
তবে যে সকল ট্রেন এখনো চালু রয়েছে এবং যে সকল রাজ্যের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে তাদের জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এই নির্দেশিকার মধ্যে সবার জন্য ঠিকঠাক মাস্ক পরার নিয়ম এক থাকলেও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম জারি করা হয়েছে। মূলত সেই সকল নিয়ম সেই সকল রাজ্যের রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে। এপ্রসঙ্গে বলে রাখা ভালো মাস্ক সম্পর্কিত নির্দেশিকায় জানানো হয়েছে আইন ভাঙলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।
হিমাচল প্রদেশ : পাঞ্জাব, দিল্লি, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশ থেকে আসা প্রতিটি যাত্রীকে আরটি-পিসিআর করোনা নেগেটিভ রিপোর্ট আনতে হবে।
ছত্তিশগড় : প্রতিটি যাত্রীকেই আরটি-পিসিআর করোনা নেগেটিভ রিপোর্ট আনতে হবে। তবে কারোর যদি রিপোর্ট না থাকে সে ক্ষেত্রে তিনি স্টেশনে এসে পরীক্ষা করিয়ে নিতে পারবেন।
জম্মু-কাশ্মীর : দূরপাল্লার যে কোন ট্রেন থেকে আসা যাত্রীদের লাগবে আরটি-পিসিআর করোনা নেগেটিভ রিপোর্ট।
উত্তর প্রদেশ : মহারাষ্ট্র এবং কেরল থেকে আগত যাত্রীদের সর্বাধিক ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে এবং আরটি-পিসিআর করোনা নেগেটিভ থাকলে তবেই প্রবেশ করা যাবে।
কেরল : দূরপাল্লার প্রতিটি ট্রেন থেকে আসা আগত যাত্রীদের আরটি-পিসিআর করোনা নেগেটিভ রিপোর্ট লাগবে। রিপোর্ট করানো সম্ভব না হলে স্টেশনে রিপোর্ট করানো যেতে পারে। এর পাশাপাশি আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
মহারাষ্ট্র : মহারাষ্ট্র থেকে যে সকল যাত্রীরা ট্রেন ধরবেন তাদের সঙ্গে থাকতে হবে সরকারি পরিচয় পত্র। যা দেখে ট্রেন পাশ দেওয়া হবে। এই নিয়ম সকলের জন্য জারি হয়েছে। এর পাশাপাশি দূরপাল্লার ট্রেন যাত্রীদের হাতে স্ট্যাম্প দেওয়া থাকবে। তিনি দেশের যে কোন স্টেশনে নামুন না কেন সেখানে তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন থাকতে হবে। ট্রেনে চাপার আগে এবং ট্রেনের মধ্যে থার্মাল স্ক্রীনিং করা হবে। এমনকি যারা দূরপাল্লার ট্রেনে চাপবেন তারা লোকাল ট্রেনে চাপবে পারবেন না।
দিল্লি : মহারাষ্ট্র থেকে দিল্লি আগত যাত্রীদের করোনা রিপোর্ট নেগেটিভ আনার পাশাপাশি আসার পর ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন থাকতে হবে।
[aaroporuntag]
পশ্চিমবঙ্গ : ট্রেনে আসা প্রতিটি নাগরিকের করোনা রিপোর্ট নেগেটিভ থাকতে হবে বাধ্যতামূলক ভাবে।