ড্রাইভিং লাইসেন্স থেকে এটিএম, জুলাই থেকে নতুন ৫ নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের মত চলতি মাস অর্থাৎ জুলাই মাসেও একাধিক ক্ষেত্রে রদবদল বা নিয়মের পরিবর্তন হয়েছে। যেসকল পরিবর্তন খুব স্বাভাবিক ভাবেই আমজনতার জনজীবনে প্রভাব ফেলবে। যে কারণে এই সকল ক্ষেত্রে কোনো নতুন কাজ করার আগে তা জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি।

Advertisements

Advertisements

১) SBI গ্রাহকদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। ব্যাঙ্কের শাখা হোক অথবা এটিএম থেকে চারবার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে। পরবর্তীতে টাকা তোলা হলে ১৫ টাকা + জিএসটি ধার্য করা হবে।

Advertisements

একইভাবে এই ব্যাঙ্কের গ্রাহকরা বিনামূল্যে একটি অর্থবর্ষে চেকবুক পাওয়ার পর পুনরায় ওই অর্থবর্ষে চেকবুক নেওয়ার জন্য আলাদা করে অর্থ খরচ করতে হবে।

২) রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম জুলাই মাস থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এখন থেকে গ্রাহকদের সাড়ে ২৫ টাকা বেশি দরে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হবে।

৩) ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে তাতে এখন থেকে আর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য চালককে আরটিও অফিস যেতে হবে না। যেকোনো ড্রাইভিং ট্রেনিং স্কুলে সম্পূর্ণ ট্রেনিং শেষ করার পর তিনি সেখান থেকেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন।

৪) একাধিক ব্যাঙ্ক নিজেদের মধ্যে সংযুক্ত হওয়ার কারণে তাদের পুরাতন চেকবুক এবং আইএফএসসি কোড জুলাই মাস থেকে আর কাজ করবে না। সেক্ষেত্রে তাদের নতুন চেকবুক এবং নতুন আইএফএসসি কোড সংগ্রহ করে নিতে হবে। এই তালিকায় রয়েছে কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক।

৫) যেসকল নাগরিকরা টানা দু’বছর অথবা তার বেশি আইকন রিটার্ন জমা করেননি তাদের সুদের উপর টিডিএস কাটার হার দ্বিগুণ করেছে কেন্দ্র। তবে নতুন এই আইন সেই সকল নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বার্ষিক টিডিএসের পরিমাণ ৫০ হাজার টাকার বেশি।

Advertisements