From Germany to Switzerland, Indian Railways has advanced in this regard: ভারতের পরিবহন ব্যবস্থার মূল ভিত তৈরি হয়েছে রেল পরিষেবাকে কেন্দ্র করে। ধনী গরিব নির্বিশেষে সবাই এই পরিষেবা ব্যবহার করে থাকে। নিত্যদিনের প্রয়োজনে হোক বা দূরে কোথাও যাতায়াতের কারণেই হোক রেল পরিষেবাই সবথেকে ভরসাযোগ্য সাধারণ মানুষের কাছে। বহু মানুষ শুধুমাত্র যাতায়াতের জন্য নয়, জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন রেল পরিষেবাকে। ভারতীয় রেল কর্তৃপক্ষ তাদের পরিষেবাকে আরো উন্নত করতে চেষ্টা করে চলেছে প্রতিটা মুহূর্তে। ভারতীয় রেল পরিষেবা (Indian Railways) কিভাবে উন্নতির শিখরে পৌঁছেছে? তারই বিবরণ স্বরূপ কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন স্বয়ং কেন্দ্রীয় রেল মন্ত্রী।
সম্প্রতি ভারতীয় রেলের যোগাযোগ ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন। রেল ব্যবস্থার কতটা উন্নতি হয়েছে তা ব্যাখ্যা করাই ছিল অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের মূল উদ্দেশ্য। তার প্রকাশ করার তথ্যে উঠে এসেছে ১০ বছরে ভারতীয় রেল পরিষেবা (Indian Railways) কতটা উন্নতি করেছে? তিনি বলেন, কংগ্রেসের শাসনকালে রেল ব্যবস্থা চূড়ান্ত মাত্রায় অবহেলিত হচ্ছিল। একেবারে ধূকছিল রেল পরিষেবা। মোদি সরকার ক্ষমতায় আসার পর রেল পরিষেবার অনেক উন্নতি হয়েছে।
সম্প্রতি মুম্বাইতে বিকশিত ভারত রাষ্ট্রদূত নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব তার বক্তব্য তুলে ধরেন। তার মতে, বিজেপি সরকার গঠনের পর ভারতের পরিবহন ব্যবস্থার মূল লাইফ লাইন রেল পরিষেবার (Indian Railways) আমূল পরিবর্তন হয়েছে। কিভাবে ভারতীয় রেল নেটওয়ার্ককে আরো বড় করে তুলে ধরা হয়েছে তা ব্যাখ্যা করেছেন তিনি। শুধু রেলের নেটওয়ার্ক বড় হওয়াই নয়, বিদ্যুতায়ন ও আধুনিকীকরণ করানো হয়েছে রেলের বড় অংশের। ভারতীয় রেল পরিষেবা (Induan Railway Services) এতটাই উন্নতি করেছে যে, বড় বড় দেশগুলি ভারতের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে রেলমন্ত্রী ভারতীয় রেল পরিষেবার (Indian Railways) অগ্রগতি উদাহরণ স্বরূপ ব্যাখ্যা করেন। তিনি জানেন প্রতিদিন ৪ কিলোমিটার করে রেলপথ তৈরি করা হচ্ছে ভারতে। ২০২৩-২৪ অর্থবর্ষে নতুন করে প্রায় ৩০০ কিলোমিটার রেল নেটওয়ার্কিং তৈরি করা হয়েছে। যা সুইজারল্যান্ডের সমগ্র দেশের রেল নেটওয়ার্কিং এর সমান। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত অর্থাৎ ১০ বছরে মোট ৩১ হাজার কিমি নতুন রেলপথ তৈরি করা হয়েছে। যা, জার্মানির গোটা দেশের রেল নেটওয়ার্কের সমান।
কংগ্রেসের ক্রিয়াকলাপ এবং বিজেপির ক্রিয়া-কলাপের মধ্যে তুলনাও করেন তিনি। তিনি বলেন, প্রায় ৬০ বছর দেশের শাসনভার সামলানোর দায়িত্ব ছিল কংগ্রেসের হাতে। সেই সময়কালে কংগ্রেস মাত্র ২০ হাজার রেলপথ বৈদ্যুতিক করতে সক্ষম হয়েছিল। মোদি সরকার দায়িত্বে আসার পর মাত্র ১০ বছরের ৪৪ হাজার রেল পথকে বৈদ্যুতিক করে তুলতে সক্ষম হয়েছে। খুব শীঘ্রই ভারত ১০০ শতাংশ রেলপথকে বৈদ্যুতিক গড়ে তুলতে পারবে বলে আশা করছেন রেলমন্ত্রী। উন্নতির হার এইভাবে এগোতে থাকলে ভারতীয় রেল পরিষেবা (Indian Railways) বিশ্বের মাঝে অন্যতম সাফল্যের চূড়া স্পর্শ করতে সক্ষম হবে।