১ নভেম্বর থেকে রেলের টাইম টেবিল সহ ৫ নিয়মের আসছে পরিবর্তন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের শেষ, সোমবার থেকে শুরু হচ্ছে নতুন মাস। এই নতুন মাসের শুরু অর্থাৎ নভেম্বরের ১ তারিখ থেকেই রেলের টাইম টেবিল (Train Time Table) সহ একাধিক ক্ষেত্রে আসছে পরিবর্তন। এই সকল পরিবর্তন যেহেতু আমজনতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাই এর সরাসরি প্রভাব পড়বে তাদের ওপর।

Advertisements

১) ১ নভেম্বর থেকে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি (Gas cylinder delivery) নেওয়ার ক্ষেত্রে গ্যাস সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়কে বাধ্যতামূলকভাবে যেতে হবে ওটিপি (OTP)। গ্যাস সিলিন্ডার বুকিং করার পর গ্যাস সিলিন্ডার ডেলিভারি হওয়ার আগে এই ওটিপি রেজিস্টার্ড গ্রাহকদের মোবাইল নম্বরে চলে আসে। এই ওটিপি দেওয়ার নিয়ম আগে চালু হলেও নভেম্বর থেকে তা বাধ্যতামূলক হচ্ছে। নতুন এই নিয়মের নাম দেওয়া হয়েছে ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC)।

Advertisements

২) প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি নতুন দাম নির্ধারণ করা হয়ে থাকে। নভেম্বর মাসে এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হবে। সূত্র মারফত জানা যাচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি পেতে পারে।

Advertisements

৩) ভারতীয় রেলের (Indian Railway) তরফ থেকে দেশজুড়ে ট্রেনের টাইম টেবিলে পরিবর্তন আনা হচ্ছে। ১ নভেম্বর থেকে এই নতুন টাইম টেবিল কার্যকর হবে। নতুন টাইম টেবিলের এই তালিকায় রয়েছে ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন, ৭ হাজার পণ্যবাহী ট্রেন এবং ৩০টি রাজধানী ট্রেন।

৪) ১ নভেম্বর থেকে চেক (Cheque) মারফত টাকা তোলার ক্ষেত্রে পরিবর্তন আনছে Bank of Baroda। নতুন নিয়ম অনুসারে এই ব্যাঙ্কের (Bank) গ্রাহকদের চেক মারফত টাকা তোলার ক্ষেত্রে মেসেজ অথবা কল করে কনফার্মেশন করা হবে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে। ২ লক্ষ টাকার কম চেকের ক্ষেত্রে কেবলমাত্র কনফার্ম করলেই হবে, কিন্তু এর বেশি অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে সমস্ত ডিটেলস দিতে হবে।

৫) ১ নভেম্বর থেকে পুরাতন অ্যান্ড্রয়েড ভার্সনের একাধিক ডিভাইসে আর কাজ করবে না বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইতিমধ্যেই সেই সকল ডিভাইসের তালিকা সামনে এসেছে।

Advertisements