গ্যাস থেকে ব্যাঙ্কিং, ১ জুন থেকে ৮টি নিয়মে রদবদল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতেই কোন না কোন ক্ষেত্রে একাধিক নিয়মের রদবদল ঘটে থাকে। যেগুলির মধ্যে রয়েছে রান্নার গ্যাস, ব্যাঙ্কিং পরিষেবা ইত্যাদি। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী ১ জুন থেকে একাধিক ক্ষেত্রে রদবদল ঘটতে চলেছে। যেগুলি সাধারণ মানুষের জনজীবনে সরাসরি প্রভাব ফেলবে। এমন ৮টি রদবদল দেখে নেওয়া যাক।

১) ক্ষুদ্র সঞ্চয়ে সুদের রদবদল : একাধিক স্মল সেভিংস স্কিম যেমন PPF, NSC, KVP, সুকন্য সমৃদ্ধি যোজনার মত যোজনায় সুদের রদবদল ঘটতে চলেছে আগামী ১ জুন । প্রত্যেক তিন মাস অন্তর অন্তর এই সকল ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার নির্ধারণ করা হয়। আর সেই মতো ১ জুন চলতি বছরের দ্বিতীয় বার সুদের হার নির্ধারণ করবে কেন্দ্র।

২) পজিটিভ পে সিস্টেম : ১ জুন থেকে ব্যাঙ্ক অফ বরোদা তাদের চেক পেমেন্টের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করছে। এই দিন থেকে তারা চেক পেমেন্টের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম চালু করতে চলেছে। ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা যখন দু লক্ষ টাকা বা তার বেশি চেক প্রদান করবেন সে ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে।

৩) রান্নার গ্যাসের দাম : ১ জুন রান্নার গ্যাসের দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিমাসে রান্নার গ্যাসের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে থাকে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। সেইমতো জুন মাসের প্রথম দিনেই ১৪.২ কেজি সহ ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার প্রতি দাম পরিবর্তিত হতে পারে।

৪) IFSC : ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে ১ জুন থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকদের IFSC কোড পরিবর্তন হতে চলেছে। এই ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্কের সাথে মিশে যাওয়ায় নতুন IFSC কোড হবে ১১ ডিজিটের।

৫) ইনকাম ট্যাক্স : আগামী ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আয়কর দপ্তরের ওয়েবসাইট বন্ধ থাকবে। পরিবর্তে ৭ জুন থেকে নতুন ওয়েবসাইট আনা হবে যেখানে খুব সহজে আয়কর জমা দেওয়া যাবে।

৬) EPFO : EPFO-র নিয়োগকারীদের ১ জুন থেকে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হচ্ছে। এক্ষেত্রে আধার লিঙ্ক করা না থাকলে পিএফ অ্যাকাউন্টে সংস্থার তরফ থেকে দেওয়া টাকা জমা হবে না। ইপিএফও ১৪২ ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭) গুগল স্টোরেজ : গুগল ফটো স্টোরেজের ক্ষেত্রে আগামী ১ জুন থেকে গ্রাহকদের সীমাহীন স্টোরেজ বন্ধ হয়ে যাচ্ছে। পরিবর্তে গ্রাহকরা ১৫ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন বিনামূল্যে এবং তারপর আরও স্টোরেজ ব্যবহার করতে হলে মূল্য দিতে হবে।

৮) বিমান : ১ জুন থেকে ৫০% যাত্রী নিয়ে বিমান উড়তে পারবে। পাশাপাশি বিমান সংস্থাগুলি যাতে লোকসানের মুখ না দেখেন তার জন্য ভাড়া বাড়ছে ১৩ থেকে ১৬ শতাংশ।