Helicopter for Darjeeling: দার্জিলিং ভ্রমণ এবার হেলিকপ্টারে? কি সিদ্ধান্ত নিলেন রাজ্য?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Helicopter for Darjeeling: এনজি পি থেকে দার্জিলিং বা সিকিম থেকে দার্জিলিং আমরা অনেকেই গেছি। যাত্রাপথ বলতে নয় গাড়ি আর নয়তো বাস। গাড়ি বা বাসে করে বেড়ানোর সময় আমাদের অনেক সময় তেই মাঝপথ থেকে ফিরে যেতে হয়, বা আমাদের ঘোরা (Helicopter for Darjeeling) বাতিল ও করতে হয়। কারণ একটাই ধস। হ্যাঁ দার্জিলিং প্রায় বেশিরভাগ সময়তেই ধস নামে, যা ভ্রমণকারীদের জন্য একটি খুবই চিন্তার বিষয়ে।

Advertisements

সেই চিন্তা থেকেই আমাদের মুক্তি দিতে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত হেলিকপ্টার। এই হেলিকপ্টারের মাধ্যমের আপনারা নিউ জলপাইগুড়ি বা সিকিম যেকোনো জায়গা থেকেই দার্জিলিংয়ে চলে আসতে পারবেন। ধস নামলেও যাত্রাপথে আর কোনো বিঘ্ন ঘটবে না।

Advertisements

আকাশপথে দার্জিলিং ভ্রমণের জন্য পর্যটক সংখ্যাও বাড়তে পারে বলে ধারণা রাজ্য সরকারের। ইতিমধ্যে হেলিপ্যাড বসানোর কাজ শুরু হয়ে গেছে। এই পুরো ব্যবস্থাপনা টাই হয়েছে GTA এর দ্বারা। GTA জানিয়েছেন তারা রীতিমতো ডিপিআরও তৈরি করে ফেলেছেন। রাজ্য সরকার এবং GTA এর মূল উদ্দেশ্য হলো পর্যটকরা যাতে কোনো ঝামেলা না অশান্তি দুশ্চিন্তা ছাড়াই দার্জিলিং ভ্রমণ করতে পারেন। দার্জিলিংয়ের দুতেরিয়ায় ও কালিম্পংয়ের ডেলোতে নতুন হেলিপ্যাড তৈরির কাজ চলছে। এছাড়াও মিরিকে একটি পুরনো হেলিপ্যাড ছিল, সেটি সেরম ভাবে কখনোই ব্যবহার হয়নি। তবে এই বার মিরিকের এই পুরোনো হেলিপ্যাড টিও সংস্করণ করার কাজ চালু করেছে রাজ্য।

Advertisements

আরো পড়ুন: বাগডোগরা এয়ারপোর্ট নিয়ে বড়ো ঘোষণা মোদীর, ঠিক কি বললেন উনি

পাহাড়ি অঞ্চলে অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে যায়। সেই সব ঘটনার উদ্ধার কার্যে বা অন্য যে কোনো জরুরি পরিষেবার ক্ষেত্রেও এই হেলিকপ্টার ( Helicopter for Darjeeling) কে কাজে লাগানো হবে। হেলিকপ্টারের টিকিট বা মাথাপিছু খরচ সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ রাজ্য। তবে রাজ্য এটুকু জানিয়েছেন যে খরচা হবে মধ্যবিত্ত দের সাধ্যের মধ্যেই। অর্থাৎ সফর করতে পারবেন সকলেই।

হেলিকপ্টারে ভ্রমণ এর জন্য বাগডোগরা এয়ারপোর্ট থেকে পরিষেবা পাওয়া যাবে। এর জন্য কলকাতার পর্যটক দের দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে করে বাগডোগরা তে নামতে হবে। এবং সেখান থেকে হেলিকপ্টারে দার্জিলিং। বাগডোগরা এয়ারপোর্ট পুরোপুরি সম্প্রসারণ হয় গেলে এই হেলিকপ্টারের পরিষেবা চালু হয়ে যাবে।

Advertisements