বেসরকারি হাসপাতালে বেড ফাঁকা আছে তো! জানা যাবে এক ফোনেই

Antara Nag

Published on:

Advertisements

হঠাৎ কেউ অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে (Privet Hospital) বেড পেতে বেশ বেগ পেতে হয় বাড়ির লোক জনকে। এমন সময় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যান বাড়ির লোক জন। কি ভাবে বেডের ব্যবস্থা হবে সেই চিন্তায় মরিয়া হয়ে ওঠেন। তবে এবার এক ফোনেই হাসপাতালে বেড পাওয়া যাবে কি না সেই সংক্রান্ত সকল তথ্যও পাওয়া যাবে।

Advertisements

সম্প্রতি হেলথ কমিশনের (Health comission) তরফে একটি মিটিং ডাকা হয়েছিল। সেখানে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানেই এব্যাপারে প্রাথমিক আলোচনা হয়। তারপরই এনিয়ে কাজ শুরু হয়ে যায়। সেই আলোচনায় বলা হয়, এবার থেকে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করলেই জেনে যেতে পারবেন কোন হাসপাতালে কতগুলি বেড খালি রয়েছে। সেক্ষেত্রে আর এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে ছুটে বেড়াতে হবে না।

Advertisements

ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এসটাব্লিসমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) এনিয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে কোন প্রাইভেট হাসপাতালে ঠিক এই সময়ে কত বেড রয়েছে সে সম্পর্কে পোর্টালে উল্লেখ করা থাকবে। টোল ফ্রি নম্বরে ফোন করলেও এটা জানা যাবে। আপনি বাড়ি থেকেই জেনে যেতে পারবেন আপনি যে হাসপাতালে নিয়ে যেতে চাইছেন রোগীকে সেখানে বেড কতগুলি রয়েছে। আপনাকে তাহলে আর হয়রান হতে হবে না।

Advertisements

জরুরীকালীন ভিত্তিতে কোনও রোগীর বেডের প্রয়োজন হলে সংশ্লিষ্ট হাসপাতালে বেড রয়েছে কি না সেটা ওই পোর্টাল দেখেই বোঝা যাবে। এদিকে স্বাস্থ্য কমিশন (Health Commission) আগেই জানিয়েছিল ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন খোলা হবে। সেখানে বেসরকারি হাসপাতাল সংক্রান্ত কোনও প্রয়োজন হলেই সহায়তা চেয়ে ফোন করা যাবে। তবে এবার সেই হাসপাতালে বেড পাওয়া যাবে কি না সেই সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।

এই উদ্যোগে স্বাভাবিক ভাবেই খুশি সাধারণ মানুষরা। তবে তাদের পাশাপাশি বেসরকারি হাসপাতালের পদস্থ আধিকারিকরাও অত্যন্ত খুশি। তাঁদের মতে, এই ব্যবস্থার মাধ্যমে রোগীর পরিজনদের অনেকটাই স্বস্তি মিলবে। তাঁদের কাউকে আর বেড নিয়ে দিশেহারা হতে হবে না।

Advertisements