Fixed Deposits: পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট করলে কোথায় পাবেন সবথেকে বেশি লাভ, দেখে নিন একনজরে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Fixed Deposits: প্রত্যেকটি মানুষ নিজেদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে চায় আর সাধারণ মানুষের ক্ষেত্রে সবথেকে ভরসার জায়গা হল ব্যাংক এবং পোস্ট অফিস। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে মানুষ তাদের উপার্জিত অর্থ সঞ্চয় করে থাকে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য। তারা সবসময় আশা করে একটি নির্দিষ্ট সময় পরে লাভজনক রিটার্ন পাওয়া যাবে। ব্যাঙ্ক ও পোস্ট অফিস – দু’জায়গাতেই রয়েছে এফডিতে লগ্নির সুযোগ। আপনি কোনটাতে বিনিয়োগ করলে সবথেকে বেশি লাভবান হবেন সেটাই সবথেকে বড় প্রশ্ন।

Advertisements

কেন্দ্রীয় সরকার এই আগস্ট মাসেই ঘোষণা করেছে পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলির সুদের হার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে এতে কোনো রকম বদল হবে না। ফলে আপনি যদি পোস্ট অফিসে ৫ বছরের এফডি (Fixed Deposits) করতে চান আপনি সুদ পাবেন ৭.৫ শতাংশ হারে।

Advertisements

পাশাপাশি আপনি যদি কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনার সুদের হার কিন্তু অন্য হবে। বর্তমানে 5 বছরের এফডিতে (Fixed Deposits) দেশের সবচেয়ে বড় সরকারি আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই সুদ দিচ্ছে ৬.৭৫ শতাংশ হারে । আপনি যদি এই স্কিমে দু লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে কোথায় বেশি লাভ দেখে নিন আজকের প্রতিবেদনে।

Advertisements
এফডিতে পোস্ট অফিসে কত রিটার্ন পাওয়া যাবে?

আপনি যদি পাঁচ বছরের (Fixed Deposits) জন্য পোস্ট অফিসে বিনিয়োগ করেন তাহলে আপনি রিটার্ন হিসাবে ৬.৯০ থেকে ৭.৫০ শতাংশ হারে সুদ পাবেন। পাঁচ বছরের জন্য পোস্ট অফিসে বিনিয়োগ করলে অর্থাৎ দুই লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে, মেয়াদ শেষে পাবেন ৮৯,৯০০ টাকা। যখন ম্যাচুয়িরিটি হবে তখন ২ লাখ ৮৯ হাজার ৯৯০ টাকা পাবেন। চার্টের মাধ্যমে পোস্ট অফিসের এফডির সুদের হারের তালিকা দেওয়া হলো।

১ বছরে ৬.০০% সুদ
২ বছরে ৭.০০% সুদ
৩ বছরে ৭.১০% সুদ
৫ বছরে ৭.৫০% সুদ

আরো পড়ুন: ফিক্সড ডিপোজিটে অনেকটাই সুদ বাড়িয়ে দিল ICICI ব্যাঙ্ক! টাকা বাড়বে খুব সহজে

এফডিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কত রিটার্ন পাওয়া যায়?

ধরুন কোন ব্যক্তি যদি স্টেট ব্যাঙ্কের এফডিতে ৫ বছরের জন্য ২ লাখ টাকা বিনিয়োগ (Fixed Deposits) করেন তাহলে মেয়াদ শেষে আপনি সুদ বাবদ প্রায় ৮০ হাজার টাকা পাবেন তিনি। তাহলে ম্যাচুরিটি ভ্যালু হবে ২ লাখ ৭৯ হাজার টাকা।

প্রবীণ নাগরিকরা এই স্কিমে এসবিআই থেকে বছরে পাবে ৭.২৫ শতাংশ সুদ। যদি একই সময়ের জন্য একই পরিমাণ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রবীণ নাগরিকেরা মেয়াদ শেষে পাবেন ৮৬ হাজার ৪৫২ টাকা। সুদ সমেত মোট টাকার পরিমান দাঁড়াবে ২ লাখ ৮৬ হাজার ৪৫২ টাকা। নিম্নে বিস্তারিতভাবে এসবিআই-র এফডি-র সুদের হার তুলে ধরা হলো।

১ বছরের বেশি কিন্তু ২ বছরের কম ৬.৮০% সুদ
২ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম ৭.০০% সুদ
৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম ৬.৭৫% সুদ
৫ বছরের বেশি কিন্তু ১০ বছর পর্যন্ত ৬.৫০% সুদ

প্রবীণ নাগরিক কিন্তু প্রতি ক্ষেত্রে ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন।

Advertisements