নিজস্ব প্রতিবেদন : গতকাল রাতে হঠাৎ খবর আসে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। কিছু পরেই আবার জানা যায় অমিতাভ পুত্র অভিষেক বচ্চনও করোনা পজিটিভ। পরপর দুটি ধাক্কা এসে পৌঁছায় দেশবাসীদের সামনে। আর এই দুই তারকার পজিটিভ হওয়ার খবরে স্তব্ধতা কাটতে না কাটতেই আরও এক ঝটকা এসে পৌঁছায় মধ্যরাতে। জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন এক ক্রিকেট তারকা। ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান করোনা আক্রান্ত।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা চেতন চৌহান করোনা পজিটিভ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে। শুক্রবার তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। চেতন চৌহানের রিপোর্ট পজিটিভ আসার পর পরিবারের বাকি সদস্যদের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। যদিও তাদের রিপোর্ট এখনো পর্যন্ত হাতে আসেনি বলে সূত্রের খবর। পরিবারের অন্যান্য সদস্যরা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন।
ক্রিকেটার তারকা হিসেবে চেতন চৌহান ছাড়াও এর আগে আমরা দেখেছি আরও তিনজন আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেট তারকাকে করোনা আক্রান্ত হতে। আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটারদের তালিকায় করোনা আক্রান্ত হয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, স্কটল্যান্ডের মাজীদ হক। তবে তারা সকলেই করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও গত মাসে বর্তমান পাকিস্তান দলের ১০ জন ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটেছিল। ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা চেতন চৌহানের করোনা পজেটিভ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় আকাশ চোপড়া জানিয়ে তার এবং অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করেছেন।
Chetan Chauhan ji is also tested positive for #COVIDー19. Sending best wishes in his direction too...get well soon, sir. Tough night this one...Big B and Chetan Ji.
— Aakash Chopra (@cricketaakash) July 11, 2020
ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান ভারতীয় দলের হয়ে ৪০ টি টেস্ট এবং ৭ টি এক দিবসীয় ম্যাচ খেলেছেন। টেস্টে তার মোট সংগ্রহ রান ২০৮৪ এবং এক দেশীয় ক্রিকেটে তার সংগ্রহ ১৫৩। টেস্টের ক্ষেত্রে তার গড় রান ৩১.৫৭ এবং একদিবসীয় ক্রিকেটে ক্ষেত্রে গড় ২১.৮৫। চেতন চৌহান মহারাষ্ট্র এবং দিল্লি এই দুই রঞ্জি দলের জার্সিতে রঞ্জি ট্রফি খেলেছেন। তিনি ১৯৮১ সালে অর্জুন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন।