১২ই মে থেকে চলবে ১৫ জোড়া স্পেশাল ট্রেন, রইলো সময়সূচি

নিজস্ব প্রতিবেদন : লকডাউন শুরু হওয়ার পর থেকেই যেসকল অধিবাসীরা ভিন রাজ্যে আটকে রয়েছেন তাদের মধ্যে থেকে বারবার একটি প্রশ্ন উঠছে। কবে চলবে ট্রেন? আর এই প্রশ্নের উত্তর পাওয়া গেল রবিবার রাতে।লকডাউন চলার মাঝেই হঠাৎ করে রবিবার রেল মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয় প্রথম দফায় ১৫ জোড়া স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালাবে ভারতীয় রেল। প্রতিটি ট্রেন চলবে নতুন দিল্লি থেকে দেশের ১৫ টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে। আর পুনরায় এই রেল পরিষেবা চালু হবে আগামী ১২ ই মে থেকে।

প্রথম দফায় রেল মন্ত্রকের তরফ থেকে ১৫ জোড়া দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হলেও রেলের তরফ থেকে জানানো হয় ধাপে ধাপে বাড়বে ট্রেনের সংখ্যা। তবে ট্রেনে চাপা ও টিকিট কাটার ক্ষেত্রে রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, টিকিট কাটা যাবে একমাত্র অনলাইনে আইআরসিটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ট্রেনে চাপা আগে স্ক্রিনিং করাতে হবে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, কারো শরীরে কোন রকম উপসর্গ দেখা দিলে তাকে ট্রেনে চাপা যাবেনা। কিন্তু এই ট্রেনগুলি কখন ছাড়বে? কখন ইবা পৌঁছাবে? সেই বিস্তারিত সময়সূচি এবার সামনে এলো।

১. হাওড়া-নয়া দিল্লি স্পেশ্যাল (০২৩০১) ট্রেন ছাড়বে ১৭:০৫ মিনিটে। নয়া দিল্লি পৌঁছাবে ১০:০০।

২. নয়াদিল্লি-হাওড়া স্পেশ্যাল ট্রেন (০২৩০২)- ছাড়বে ১৬:৫৫। পৌঁছবে ০৯:৫৫।

ভারতীয় রেলের তরফ থেকে সোমবার বিকালে ১২ই মে থেকে পুনরায় চালু হতে যাওয়া ট্রেনগুলির নাম ও সময়সূচি প্রকাশ করা হয়।