মোষের ধাক্কায় ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের সামনের অংশ, শুরুতেই বিপত্তি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হয় দেশের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। গান্ধীনগর থেকে মুম্বাই এই ট্রেনের উদ্বোধন হয়। তবে সূচনার দিন কয়েকের মধ্যেই বিপত্তির সম্মুখীন হতে হল নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে।

Advertisements

নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বিপত্তির সম্মুখীন হলেও উল্লেখযোগ্য ভাবে সময় মতই গন্তব্যে পৌঁছায়। আসলে এমন বিপত্তি বাঁধে বৃহস্পতিবার গৃহপালিত পশুদের পালের কারণে। এদিন গুজরাটের বতবা রেলওয়ে স্টেশনের কাছে রেল ট্র্যাকে গবাদিপশুর পাল চলে আসার ফলে তাদের সঙ্গে ধাক্কা বাঁধে এই ট্রেনের। সকাল ১১:১৫ নাগাদ এমন ঘটনা ঘটে বলে জানা যায়।

Advertisements

ওয়েস্টার্ন রেলওয়ের পিআরও জেকে জয়ন্তের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এদিন মুম্বাই থেকে গান্ধীনগর যাওয়ার পথে ট্রেনটি গবাদি পশুর পালে ধাক্কা মারে। সেই সময় ট্র্যাকে গবাদি পশুর পাল চলে আসার ফলে এমন বিপত্তি। ঘটনাটি ঘটেছে বতবা রেল স্টেশনের কাছে থাকা একটি বাঁকে। ঘটনার সময় ট্রেনটি ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটছিল।

Advertisements

এর পাশাপাশি জানা গিয়েছে, এই দুর্ঘটনায় চারটি মোষের মৃত্যু হয়। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনের ফাইবারের অংশ ভেঙে যায়। তবে এই দুর্ঘটনার ফলে ইঞ্জিনের অথবা যাত্রীদের কোনরকম ক্ষতি হয়নি। ট্রেনটি থামানোর পর মহিষদের দেহ সরিয়ে গান্ধীনগরের দিকে রওনা দেয় এবং নির্ধারিত সময় সেখানে পৌঁছে যায়।

গৈরতপুর-বতবা স্টেশনের মাঝে ঘটে যাওয়ায় দিনের এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে গ্রামবাসীদের জানানো হয়েছে, যেন গ্রামবাসীরা তাদের গবাদি পশুদের রেল লাইনের ধারে অথবা রেললাইনে ছেড়ে চলে না আসেন। কারণ নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার। এমনকি ট্রেনটি ০ থেকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগে উঠতে সময় নেয় মাত্র ৫২ সেকেন্ড।

Advertisements