Birbhum News : হাঁড়িতে জল রেখে ফোটালে ঠিক যেমন টগবগিয়ে ফুটতে শুরু করে, ঠিক সেই রকমই ঘটনা মাঝ মাঠে। মাঝ মাঠে ধানের জমিতে এমন ঘটনা মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। ঘটনার বিষয়টি জানাজানি হওয়ার পরই বিভিন্ন জায়গা থেকে মানুষজন সেখানে ভিড় জমাতে শুরু করেন। ঠিক কি হচ্ছে তা অনুসন্ধান করতে এখন উঠে পড়ে লেগেছে স্থানীয় মানুষ থেকে বিজ্ঞান মঞ্চ (Paschim Banga Vigyan Mancha)।
মঙ্গলবার এমন ঘটনাটি নজরে আসে বীরভূমের সিউড়ি থেকে সামান্য দূরে মাজি গ্রামে। সেখানে যে হাইস্কুল রয়েছে এবং সেই স্কুলের যে ছাত্রাবাস রয়েছে তার ঠিক সামনে ধান ক্ষেতে এমন ঘটনা ঘটতে দেখা যায়। ধানক্ষেতের মাঝে এইভাবে টগবগিয়ে জল ফুটতে দেখাই স্বাভাবিকভাবেই এলাকার মানুষদের মধ্যে কৌতুহল তৈরি হয়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য শুভাশিস গড়াই।
স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা গিয়েছে, এদিন হঠাৎ মাঠের মধ্যে জল টগবগিয়ে ফোটার মতো অবস্থায় দেখতে পান তারা। তারপরই কৌতুহল বাড়তে থাকলে এক এক করে মানুষজন সেখানে জড়ো হতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের একজন ওই জমিতে নেমে দেখেন জল স্বাভাবিকের তুলনায় গরম। পাশাপাশি তিনি বুঝতে পারেন মাটির নিচ থেকে কোন গ্যাস বেরোচ্ছে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য শুভাশিস গড়াই জানিয়েছেন, এখানে যে ঘটনা ঘটেছে তাতে মাটির নিচ থেকে কোন প্রকার গ্যাস নির্গত হচ্ছে তা নিশ্চিত। তবে সেই গ্যাস কি গ্যাস তা এখনো জানা সম্ভব হয়নি। যে গ্যাস নির্গত হচ্ছে সেই গ্যাস দাহ্য কিনা তা জানার জন্য আমরা দেশলাইয়ের কাঠিতে আগুন নিয়ে কাছে ধরেছিলাম, কিন্তু আগুন জলে নিয়ে অর্থাৎ নির্গত হওয়া গ্যাস দাহ্য নয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষদের মধ্যে একগুচ্ছ কৌতূহল তৈরি হলেও কেউ আতঙ্কিত নন বলেও জানিয়েছেন। কেননা এর আগেও বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। তবে তারা জানতে ইচ্ছুক, মাটির নিচ থেকে নির্গত হওয়া এই গ্যাস আসলে কি? এমন গ্যাস নির্গত হওয়ার ফলে কোন আশঙ্কার কারণ রয়েছে কিনা তা জানতে উদগ্রীব স্থানীয়রা।