১লা জুলাই থেকে বাইক, গ্যাস সহ সঞ্চয়ে সুদ, ৫ পরিবর্তন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতেই দেশের বিভিন্ন ক্ষেত্রে নানান নিয়মের পরিবর্তন হয়ে থাকে। ব্যাঙ্কিং থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে এই রদবদল লক্ষণীয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী জুলাই মাস থেকে ব্যাঙ্কিং ছাড়াও আরও বেশকিছুর নিয়মে রদবদল হতে চলেছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাইকের দাম, রান্নার গ্যাসের দাম সহ স্বল্প সুদে সঞ্চয়।

১) স্বল্প সেভিংস স্কিমে সঞ্চয় এর উপর সুদের হারে পরিবর্তন হতে পারে আগামী পয়লা জুলাই থেকে। এমনটাই অনুমান করা হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পিপিএফ সহ একাধিক স্বল্প সঞ্চয়ের সুদের হার কমানো হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

২) দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে রান্নার গ্যাসের দামের পরিবর্তন হতে পারে পহেলা জুলাই থেকে। গত দুমাস ধরে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম একই রাখা হয়েছে। তবে এর দাম আগামীকাল অর্থাৎ পহেলা জুলাই থেকে পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।

৩) যে সকল ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দেওয়া নেই তাদের টিডিএসের ক্ষেত্রে নতুন নিয়ম হচ্ছে পয়লা জুলাই থেকে। নতুন নিয়ম অনুসারে যারা আয়কর রিটার্ন জমা দেবেন না তাদের টিডিএস দ্বিগুণ হারে কাটা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

৪) চারচাকা গাড়ির ক্ষেত্রে মারুতি সংস্থার গাড়ির দাম বাড়বে আগামী পয়লা জুলাই থেকে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

৫) মোটর বাইকের ক্ষেত্রে হিরো সংস্থার মোটর বাইকের দাম বাড়বে পহেলা জুলাই থেকে। বিভিন্ন সূত্র মারফত এই দাম বৃদ্ধির কথা জানা গিয়েছে।