বাড়িতে গ্যাস লিক, তৎক্ষণাৎ ফোন করুন এই নম্বরে, মিলবে সবরকম পরিষেবা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে প্রতিটি গৃহস্থালির বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস। বাড়িতে বাড়িতে এই রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে যাওয়ার কারণে গৃহস্থালিদের সুবিধা বেড়েছে। কিন্তু আবার অনেক ক্ষেত্রেই এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে নানান দুর্ঘটনা ঘটে থাকে। এমত অবস্থায় বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হলে নিজে থেকে কোনো রিপিয়ারিং করার মত পদক্ষেপ গ্রহণ না করে ফোন করুন LPG এমার্জেন্সি নম্বরে। সেখানে ফোন করলেই তৎক্ষণাৎ মিলবে সব ধরনের পরিষেবা।

গ্যাস দুর্ঘটনা থেকে সাধারণ মানুষদের রক্ষা করার জন্য ভারত সরকারের তরফ থেকে এই ইমার্জেন্সি নম্বর চালু করা হয়েছে। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় বাড়িতে গ্যাস লিক হওয়ার মতো ঘটনা ঘটলে নিজেরাই তা ঠিক করার চেষ্টা করেন। সেক্ষেত্রে কোনরকম ভুল-ত্রুটি হলেই ঘটে যায় দুর্ঘটনা। অথচ এলপিজি-র তরফ থেকে এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়ে থাকে।

বাড়িতে এমন কোন গ্যাস লিক হওয়ার মতো ঘটনা নজরে এলেই অপেক্ষা না করে অথবা নিজে কোনো রকম কারসাজি করার মতো পদক্ষেপ না নিয়ে ফোন করতে হবে 1906 নম্বরে। এই নম্বরে ফোন করলে মাত্র দু’ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার গ্যাস সরবরাহকারী সংস্থার মেকানিক।

এই নম্বরে ফোন করার সময় আপনি যদি আপনার গ্যাস সরবরাহকারী সংস্থার সঙ্গে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বর থেকে ফোন করেন তাহলে সংস্থা নিজে থেকেই আপনার তথ্য পেয়ে যাবে। যদি অন্য কোন নম্বর থেকে ফোন করে থাকেন তাহলে আপনাকে জানাতে হবে আপনার বাড়ির ঠিকানা সহ বেশ কিছু তথ্য। তারপরেই আপনাকে জানিয়ে দেওয়া হবে যত দ্রুত সম্ভব আপনার বাড়িতে পৌঁছে যাবে মেকানিক।

বাড়িতে মেকানিক পৌঁছানোর আগে আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে তা হল, গ্যাস সিলিন্ডারের ক্যাপ যেন লাগিয়ে দেওয়া হয়, কোনরকম বৈদ্যুতিক সরঞ্জাম যেন চালু না করা হয়, বাড়ির কোথাও যেন কোন রকম আগুন না জ্বালানো হয় এবং দরজা জানলা খুলে দেওয়া ইত্যাদি। সংস্থার তরফ থেকে বাড়িতে মেকানিক পৌঁছানোর জন্য দু’ঘন্টা সময় দেওয়া হলেও তার অনেক আগেই মেকানিক পৌঁছে যান।

এমন সমস্যার ক্ষেত্রে যদি দেখা যায় গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হয়েছে, তাহলে সেই সমস্যা সমাধান করার জন্য আপনাকে কোন রকম খরচ বহন করতে হবে না। তবে যদি লক্ষ্য করা যায় ওভেন, পাইপ অথবা রেগুলেটরের ক্ষেত্রে কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে সার্ভিসিং চার্জ এবং তা বদলানো হলে সেই বদলানোর খরচ বহন করতে হবে।