হঠাৎ খাদের দিকে গড়িয়ে গেল ট্রাক, চালকের সহসিক পদক্ষেপে রক্ষে

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কথায় আছে ‘রাখে হরি, মারে কে’ অর্থাৎ ভগবান যদি সহায় থাকেন তাহলে সাক্ষাৎ মৃত্যুও টলে যেতে পারে। কিছুদিন আগে রেললাইনের ট্রাকে পড়ে যাওয়া ছয় বছরের একটি শিশুকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এক রেলকর্মী এই কথাই প্রমাণ করেছিলেন। সম্প্রতি ব্রাজিলের আরও একটি ঘটনায় সেই চিরপরিচিত প্রবাদ বাক্যেরই প্রতিফলন ঘটলো।

Advertisements

গত ৭ এপ্রিল ব্রাজিলের মিনাস গেরাইসের একটি ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, খাদের মুখে গড়িয়ে যেতে থাকা ট্রাককে অবিশ্বাস্যভাবে থামিয়ে দিলেন ট্রাকচালক। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisements

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, চালকবিহীন একটি ট্রাক গেটের সামনে দাঁড় করানো ছিল। আশেপাশে প্রচুর সিলিন্ডার রাখা দেখে অনুমান করা যায় ওই সময় ট্রাকটিতে সিলেন্ডার বোঝাই করা হচ্ছিল। হঠাৎ করেই ট্রাকটি চলতে শুরু করে, সামনে বিশাল বড় খাদ। ট্রাকের কাছেই ট্রাকচালক দাঁড়িয়ে ছিলেন, কিন্তু অতো বড় ট্রাক তিনি কী করে থামাবেন তা প্রথমদিকে বুঝে উঠতে পারছিলেন না।

Advertisements

এরপর দেখা যায় ট্রাকটি চলতে শুরু করার কয়েক সেকেন্ড পর ট্রাকচালক ট্রাকের পাশ দিয়ে ছুটতে শুরু করেন। কোনরকমে চলন্ত ট্রাকের দরজা খুলে হাত বাড়িয়ে স্ট্রিয়ারিং ঘুরিয়ে দেন ট্রাকচালক। এর ফলে ট্রাকটি কিছুটা অন্য দিকে ঘুরে যায়। তখন এক লাফে ট্রাকের ভিতর ঢুকে ব্রেক কষেন ট্রাকচালক। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় খাদের খুব কাছাকাছি চলে আসার সময়‌ই ব্রেক চেপে ট্রাকটি দাঁড় করাতে ট্রাকচালক সক্ষম হন।

[aaroporuntag]
নেটিজেনদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন ট্রাকটি গিয়ারে ছিলো কিনা, যদিও এই প্রশ্নের কোন সদুত্তর মেলেনি তবে বিপদের মূহুর্তে ট্রাকচালকের বুদ্ধিমত্তা দেখে সকলেই তার প্রশংসা করেছেন।নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ট্রাকচালক যেভাবে ট্রাকটিকে থামিয়েছেন তা দেখেও নেটিজেনদের মধ্যে অনেকেই ট্রাকচালকের তারিফ করে বলেছেন বিপদের মূহুর্তে চটজলদি এমন কাজ করা সকলের পক্ষে সম্ভব নয়।

Advertisements