বাংলাএক্সপি ডেস্কঃ দেশের ধনীদের তালিকায় কে শীর্ষে থাকবেন তা নিয়ে হামেশাই প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে মুকেশ আম্বানি ও গৌতম আদানির (Mukesh Ambani vs Gautam Adani) মধ্যে। এই তালিকায় কখনো মুকেশ আম্বানি, আবার কখনো গৌতম আদানি এগিয়ে থাকেন। ঠিক সেই রকমই এবার মুকেশ আম্বানিকে টপকে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে দাঁড়ালেন গৌতম আদানি।
পারিবারিক সূত্রে আম্বানি পরিবার কয়েক প্রজন্ম ধরেই ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও নতুন প্রজন্ম হিসাবে উঠে এসেছে আদানি গোষ্ঠী। আর এই নতুন প্রজন্ম হিসেবে ওঠে আসার পরই গত কয়েক বছর ধরেই তারা রীতিমতো পদে পদে টক্কর দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আম্বানি পরিবারকে। হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট পেশ না হলে হয়তো মুকেশ আম্বানির পাশাপাশি বিশ্বের অন্যান্য ধনী শিল্পপতিদেরও অনেক আগেই টেক্কা দিয়ে দিতেন গৌতম আদানি।
গৌতম আদানি ও মুকেশ আম্বানির মধ্যে সম্পত্তির নিরিখে গত কয়েক বছর ধরে প্রতিযোগিতা চললেও মাস কয়েক ধরেই কিন্তু মুকেশ আম্বানি দেশের শীর্ষ ধনীপতি হিসাবেই নিজেকে ধরে রেখেছিলেন। কিন্তু এবার তা আর থাকলো না। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ অনুযায়ী মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এবার এগিয়ে গেলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ থেকে জানা যাচ্ছে, গৌতম আদানি ১১.৬১ লক্ষ কোটি টাকার সম্পত্তি নিয়ে এখন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে এই তালিকায় গৌতম আদানির পরে থাকা দ্বিতীয় ব্যক্তি হিসেবে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১০.১৪ লক্ষ কোটি টাকা। জুলাই মাস পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্যের ভিত্তিতেই হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ প্রকাশ করা হয়েছে।
হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট সামনে আসার পর গৌতম আদানির সম্পত্তি তড়তড়িয়ে নামতে শুরু করলেও পরবর্তীতে আবার সেই সম্পত্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে। পরে আবার সম্পত্তি বাড়িতে শুরু করে বিদ্যুতের গতিতে। আর এসবের ফলেই গত বছরের তুলনায় এই বছর গৌতম আদানির সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ৯৫ শতাংশ। আর এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি পেয়ে এখন তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১১ লক্ষ ৬১ হাজার ৮০০ কোটি টাকা।