জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ভোল বদলাতে আদানি আনছে নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট ইত্যাদি পৌঁছে যাওয়ার পর সমস্ত কিছুই স্মার্টফোনে ছিঁড়ে ফেলার প্রবণতা বাড়ছে দেশের নাগরিকদের। পোশাক আশাক থেকে শুরু করে মুদিখানার জিনিসপত্র এখন মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে অর্ডার দিয়েই গ্রাহকরা বাড়িতে পেয়ে। দেশের মানুষের এই চাহিদার দিকে তাকিয়ে এবার গৌতম আদানীর সংস্থা এমন একটি অ্যাপ আনার পরিকল্পনা গ্রহণ করেছে যাতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই সেরে ফেলা যাবে।

নতুন এই অ্যাপ লঞ্চ হওয়ার পর ক্যাব বুকিং থেকে শুরু করে কেনাকাটার জন্য আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে না বলে জানা যাচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ মাসের মধ্যেই নতুন এই অ্যাপ লঞ্চ হবে। লঞ্চ হওয়ার পর এই সুপার অ্যাপ কতটা জনপ্রিয় হয় তার দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা।

এই অ্যাপ যে সকল ব্যবহারকারীরা ব্যবহার করবেন তারা যেমন আগামী গোষ্ঠীর যেকোনো এয়ারপোর্টের বিভিন্ন পরিসেবা পাবেন সেই রকমই আবার তাদের অন্যান্য যে সকল পরিসেবা রয়েছে সেগুলিরও সহজে সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে। এছাড়াও এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব বুকিং করার মতো সুবিধাও পাওয়া যাবে। বিমানে যে সকল যাত্রীরা সফর করে থাকেন তাদের ২০ শতাংশ আগামী গোষ্ঠীর বিভিন্ন পরিষেবা ব্যবহার করে থাকেন।

এর পাশাপাশি এই অ্যাপ থেকে অনলাইন শপিং, পেমেন্ট, বিনোদন এমনকি সোশ্যাল মিডিয়া হিসাবেও ব্যবহার করা যাবে। এই ধরনের সুপার অ্যাপ ভারতে প্রথম লঞ্চ হচ্ছে তা অবশ্য নয়। যে এই ধরনের সুপার অ্যাপ রয়েছে আর যার নাম হল WeChat। চীনের এই প্রযুক্তির মতোই ভারতের ধনীতম ব্যক্তি গৌতম আদানি নতুন প্রযুক্তির অ্যাপ আনার পরিকল্পনা করেছেন।

অন্যদিকে টুইটার কেনার পর এলন মাস্ক তাকে সুপার অ্যাপ হিসাবে প্রতিষ্ঠা করার ঘোষণা করেছেন। এই একই রকম অবস্থায় গৌতম আদানীর এমন পদক্ষেপ ভারতীয়দের কাছে কতটা সুদূরপ্রসারী হবে তাই এখন দেখার।