নিজস্ব প্রতিবেদন : গত বছর ৮ ডিসেম্বর বিশ্বের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। সস্ত্রীক বিপিন রাওয়াত ওয়েলিংটনের সেনা কলেজের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। সেই সময় তামিলনাড়ুর কুন্নুরে এই দুর্ঘটনা ঘটে এবং ওই করে থাকা প্রত্যেকেই প্রাণ হারান।
এই দুর্ঘটনাকে নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল কিভাবে এমনটা ঘটলো? শুরু হয় নানান জল্পনা। যদিও বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, এই দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন রকম জল্পনা না বাড়িয়ে অপেক্ষা করতে। তদন্তের পরিপ্রেক্ষিতে এবার ভারতীয় সেনার তরফ থেকে দুর্ঘটনার কারণ জানানো হলো।
প্রথম থেকে এই দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাত, যান্ত্রিক গোলযোগ ইত্যাদি নানান কারণ তুলতে লক্ষ্য করা গিয়েছে একাংশকে। তবে সেনা এই দুর্ঘটনার জন্য এই সকল কোনো কারণ দায়ী নয় বলেই জানালো। বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার মূলে রয়েছে খারাপ আবহাওয়া। বায়ুসেনা গঠিত তদন্ত কমিটি এই সিদ্ধান্তেই পৌঁছেছে।
বায়ুসেনার কোর্ট অফ ইনকয়েরি প্রাথমিক যে রিপোর্ট জমা দিয়েছে তাতে জানানো হয়েছে, “পাহাড়ি এলাকার আচমকা খারাপ আবহাওয়া ও ঘণ মেঘের মধ্যে কপ্টারটি ঢুকে পড়াতেই সেদিন বিপত্তি ঘটে। যার ফলে সাময়িক ভাবে বিভ্রান্ত হন পাইলট। ভুলবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উড়ানের পরিভাষায় যাকে বলা হয় কন্ট্রোল্ড ফ্লাইট ইনটু দ্য টেরেন।”
[CDS Bipin Rawat Death Enquiry]
The Tri-Services Court of Inquiry into the Mi-17 V5 accident on December 8 2021 has submitted its preliminary findings.
The Tri Services enquiry is looking at the death of CDS Bipin Rawat and soldiers who died in the helicopter accident. pic.twitter.com/QzFvOZHrEF
— Bar & Bench (@barandbench) January 14, 2022
কোর্ট অফ ইনকোয়ারি এই সিদ্ধান্তে পৌঁছেছে মূলত দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটির ডাটা রেকর্ডার, ভয়েস রেকর্ডার ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে। এর পরেই জানানো হয়েছে মূলত হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং পাইলটের সাময়িক ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।