নিজস্ব প্রতিবেদন : আজকালকার যুগে যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট পৌঁছে গিয়েছে সেই সময় পাল্লা দিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের দৌলতে আট থেকে আশি, বিভিন্ন বয়সীদের নানান প্রতিভা সামনে আসছে।
কেউ নাচে পারদর্শী, কেউ আবার গানে। আর তাদের এই সকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এবার দুই খুদেকে জনপ্রিয় গেন্দা ফুল গানে নাচতে দেখা গিয়েছে। তাদের দুজনের নাচ সোশ্যাল মিডিয়ার দর্শকদের মন কাড়ায় স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয়েছে।
জনপ্রিয় এই গেন্দা ফুল গানের মূল স্রষ্টা হলেন বীরভূমের সিউড়ির রতন কাহার। এই গান জনপ্রিয়তা পেয়েছিল স্বপ্না চক্রবর্তীর গলায়। তবে কয়েক দশক পুরাতন এই গানটি নতুন করে র্যাপার বাদশার হাত ধরে নতুন আঙ্গিক পায়। তারপর থেকে এই গান দেশ-বিদেশে ছড়িয়ে পড়তে শুরু করে। সেই গানেই এবার রাস্তার মাঝে এই দুই খুদের নাচ আলাদাভাবে নজর কেড়েছে।
এই দুই খুদের বয়স খুব সামান্য হলেও তারা যেভাবে এই গানের হুক স্টেপ দিয়েছেন তা প্রত্যেক দর্শকদের নজর কেড়েছে। এই দুই খুদের নাচের এই ভিডিওটি আপলোড করা হয়েছে Teer the Swara Mardolkar নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এটি ১৭ কোটি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন। যদিও ভিডিওতে ওই দুই খুদের পরিচয় দেওয়া হয়নি অথবা ভিডিওটি কোথায় তোলা হয়েছে সে সকল কোন রকম তথ্য প্রদান করা হয়নি।