মার্চ মাসে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, এক্ষুনি সেরে ফেলুন জরুরী কাজ

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক হোক অথবা ব্যবসায়ী, প্রত্যেকের জন্যই মার্চ মাস অত্যন্ত জরুরী মাস। এই মাসে ব্যাঙ্কে অজস্র জরুরী কাজ থেকে থাকে আমজনতার। আবার মার্চ মাস শেষ হতে হাতে মাত্র কয়েকটা দিন। এমন অবস্থায় যে খবর পাওয়া যাচ্ছে তাতে জরুরি খবর এক্ষুনি সেরে নেওয়া প্রয়োজন।

কারণ হিসাবে এই মার্চ মাসে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে। তাও আবার একেবারে মাসের শেষ লগ্নে। টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে রয়েছে একাধিক সংগঠনের ডাকা দেশজুড়ে সাধারণ ধর্মঘট। যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা এমনটাও আশঙ্কা করা হচ্ছে।

একাধিক শ্রমিক ইউনিয়নের তরফ থেকে দেশজুড়ে আগামী ২৮ এবং ২৯ মার্চ সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সাধারণ ধর্মঘটে আবার শামিল হতে চলেছে একাধিক কর্মীদের ইউনিয়নগুলিও। ফলে সাধারণ ধর্মঘটের প্রভাব কতটা পড়বে তা নিয়ে সন্দেহ থাকলেও ব্যাঙ্ক বন্ধ থাকার ক্ষেত্রে তৈরি হয়েছে অত্যন্ত আশঙ্কা। কারণ এর আগেও আমরা লক্ষ্য করেছি ব্যাঙ্ক কর্মীদের ডাকা ধর্মঘট অধিকাংশ সময় সফল হতে।

২৮ ও ২৯ তারিখের এই ধর্মঘটে যেসকল ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলি শামিল হয়েছে সেগুলি হল অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন। এমনকি যে মধ্যেই বেশকিছু ব্যাঙ্কে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি এর প্রভাব এটিএম পরিষেবা ক্ষেত্রেও পড়তে পারে বলে জানা যাচ্ছে।

যে দু’দিন এমন ধর্মঘট ডাকা হয়েছে সেই দু’দিন ২৮ ও ২৯ মার্চ পড়ছে সোমবার এবং মঙ্গলবার। এই দু’দিন ছাড়াও তার আগে রয়েছে মাসের চতুর্থ শনিবার এবং রবিবার। ফলে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত ব্যাংকের কাজ স্বাভাবিক হলেও তার পর থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাঙ্কের কাজ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।