নিজস্ব প্রতিবেদন : নারী এবং পুরুষের সমান অধিকারের প্রচার বারবার চালানো হলেও সমাজের সমস্ত স্তরের মধ্যে এই বার্তা এখনো সমানভাবে পৌঁছায়নি। এর প্রমাণ মেলে কন্যা সন্তান জন্মানোর পরেই। এখনো পর্যন্ত সমাজের অনেক স্তরের মানুষেরাই কন্যা সন্তান জন্মানোর নাম শুনলেই গিজগিজ করে ওঠেন। এমনকি এই কন্যা সন্তান না নেওয়ার জন্য নানান পদক্ষেপও অবলম্বন করতে দেখা যায় তাদের। যার পরেই বারবার প্রশ্ন উঠতে শুরু করে কন্যা সন্তান জন্ম দেওয়া বা জন্মানো কি অপরাধ?
আসলে কন্যা সন্তান জন্ম দেওয়া বা জন্মানো অপরাধ নয়, অপরাধটা হচ্ছে আমাদের অসচেতনতা। আর এই অসচেতনতাকে দূর করে সচেতনতা বাড়ানোর জন্যই Genex নামক একটি সংস্থা একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তারা বাল বিকাশ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করলো, কন্যা সন্তান জন্মালেই সেই কন্যা সন্তানের জন্য ১১ হাজার টাকার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) দেওয়ার। আর এই পদক্ষেপ নারী পুরুষের অনুপাত সমানুপাত বলেই মনে করছেন ওই সংস্থার কর্ণধার পঙ্কজ গুপ্ত।
সমাজে নারী পুরুষের অনুপাত সমান রাখার জন্য এই সংস্থা বহুদিন ধরেই কাজ করছে। এই সংস্থার ওয়েবসাইটে যে সকল কন্যাসন্তানের অভিভাবকরা নাম নথিভুক্ত করবেন তারা ১১০০০ টাকার ফিক্সড ডিপোজিটের সুবিধা পাবেন। আর এই নাম নথিভুক্ত করার জন্য কন্যা সন্তানের অভিভাবকদের কোন রকম খরচ করতে হবে না বলেও জানানো হয়েছে।
সংস্থার তরফ থেকে তাদের এমন পদক্ষেপের বিষয়ে জানানো হয়েছে, দেশের প্রতিটি কন্যা সন্তান যাতে ১৮ বছর বয়সের পর নিজেদের টাকায় উচ্চ শিক্ষা লাভ করতে পারেন তার জন্যই এই পদক্ষেপ। এর পাশাপাশি ফিক্সড ডিপোজিটের এই টাকা ১৮ বছর পর ভাঙ্গিয়ে বিয়ের কাজে লাগাতে পারবেন। পরবর্তী প্রজন্মকে আত্মনির্ভর করে তোলার প্রচেষ্টা এই প্রকল্পের মাধ্যমে।
ফিক্সড ডিপোজিটের টাকা পাওয়ার পদ্ধতি
কন্যা সন্তান জন্মানোর পর ফিক্সড ডিপোজিটের ১১০০০ টাকা পাওয়ার জন্য কন্যা সন্তানের অভিভাবককে আবেদন করতে হবে http://www.genexchild.com/ ওয়েবসাইটে।
যেখানে প্রথমেই কন্যা সন্তানের মা এবং বাবার নাম, ইমেইল, আধার নম্বর, জন্ম তারিখ ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে, এর পাশাপাশি ছবি আপলোড করতে হবে। বাকি অন্যান্য শর্ত জানা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে।