Geonkhali: কলকাতা থেকে মাত্র ১১৫ কিমি দূর! রয়েছে এমন এক জায়গা, একবার গেলে আর ফিরতে মন চাইবে না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Geonkhali is an ideal place to visit in winterঠেবাঙালি জাতি এমনিতেই ভ্রমণ প্রিয়, বারো মাসে যেমন ১৩ পার্বণ বাঙালিও সেরকম বারো মাসই সুযোগ খোঁজে ঘুরতে যাওয়ার জন্য। এখন চলছে পুজোর মরশুম আর এই সময়ে এমনিতেই ঘোরার জন্য মনটা পাগল হয়ে ওঠে। অজানাকে জানা এবং অচেনাকে চেনার জন্য বাঙালি চিরকাল প্রস্তুত। আপনি যদি এই শীতকালে স্বল্প খরচে এবং অল্প সময়ে কোথাও যেতে চান এই জায়গার (Geonkhali) থেকে আদর্শ জায়গা আর হবে না।

Advertisements

যেসব পর্যটকরা শান্ত শিষ্ট নিরিবিলি একান্তে পরিবারের সাথে কিংবা বন্ধুদের সাথে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি সবথেকে আদর্শ জায়গা। তাই দেরি না করে চলে আসুন পূর্ব মেদিনীপুরের গেঁওখালিতে (Geonkhali)। এটি আসলে তিনটি নদীর সঙ্গমস্থল। একদিক থেকে রূপনারায়ণ, অন্য দিক থেকে হলদী এবং অপর দিক থেকে হুগলি নদী এসে মিলিত হয়েছে এই জায়গায়।

Advertisements

বহু মানুষ আছে যারা ভিড় পছন্দ করেন না, প্রকৃতির কোলে শান্তভাবে সময় কাটাতেই তারা বেশি পছন্দ করে। তাদের জন্য এই জায়গার (Geonkhali) মতো আর জায়গা হয় না। আপনি দূরের থেকে দেখতে পারবেন ছোট ছোট মালবাহী জাহাজের আসা-যাওয়া। এই শান্ত পরিবেশে আপনি আবার নিজেকে খুজে পাবেন। তবে এই জায়গায় আসার আগে আপনাদের অবশ্যই জেনে নিতে হবে পথ নির্দেশ সম্পর্কে।

Advertisements

আপনি যদি কলকাতা থেকে যাত্রা শুরু করেন তাহলে, কলকাতা থেকে গেঁওখালির (Geonkhali) দূরত্ব ১১৫ কিলোমিটার। মেছেদা থেকে গেঁওখালির দূরত্ব ৪১ কিলোমিটার। হলদিয়া থেকে গেঁওখালির দূরত্ব ৩০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক থেকে দূরত্ব মাত্র ২৮ কিলোমিটার। এখানে আসার জন্য আপনাকে প্রথমে হাওড়া-হলদিয়া লোকালে চেপে সতীশ সামন্ত রেল স্টেশনে নেমে টোটো, অটো বা বাসে করে যাওয়া যায় গেঁওখালিতে। আবার মেছেদা থেকে হলদিয়াগামী ভায়া তমলুক বাসে চেপে মহিষাদল সিনেমা মোড় বাস স্টপেজে নেমে গেঁওখালি যাওয়া যায়। গেঁওখালির রুটে বাস চলাচল করে।

আপনি যদি গেঁওখালিতে যান তাহলে বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদের গেস্ট হাউস আপনার জন্য ভালো উদাহরণ। ত্রিবেণী সঙ্গম নামের এই গেস্ট হাউসের দুটি তলায় এসিযুক্ত ঘরগুলি খুবই সুন্দর। মোটামুটি ঘরগুলিতে ভাড়া লাগবে ১৫০০ থেকে ২০০০ টাকা। পাশাপাশি সেচ দফতরের বাংলো আছে। একবার গেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখার মধ্যে আছে পর্তুগীজ পাড়া এবং প্রাচীণ চার্চ। ওখান থেকে যেতে পারেন ইতিহাস সমৃদ্ধ মহিষাদলের উদ্দেশ্যে। ওখানে আছে মহিষাদল রাজবাড়ি, রাজবাড়ি সংলগ্ন আম্রকুঞ্জ। হলদিয়া উন্নয়ন পর্ষদ এর নিজস্ব ওয়েবসাইট থেকে এই গেস্ট হাউসের রুম বুক করা যায়। সেটি হলো www.hda.gov.in

Advertisements