Pradhanmantri Kisan Maandhan Yojana: কেন্দ্রীয় সরকার বরাবর দেশের জনগণের সুবিধার্থে নানা রকম প্রকল্প চালু করে থাকে। আমরা সবাই জানি ভারত হল একটি কৃষিপ্রধান দেশ তাই এখানে কৃষকদের গুরুত্ব অনেকটাই বেশি। কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছে। কেন্দ্র দ্বারা পরিচালিত এমনই একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পেনশন হিসেবে পাবে ৩০০০ টাকা।
কারা যোগ্য প্রধানমন্ত্রী কিষাণ মন্থন প্রকল্পের জন্য?
কৃষককে অবশ্যই 2 হেক্টর পর্যন্ত জমির মালিক হতে হবে। তার মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি হওয়া যাবে না। কৃষকের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। করদাতা হওয়া যাবেনা। EPFO, NPS, বা ESIC-র সদস্য হলে চলবে না। অবশ্যই থাকতে হবে মোবাইল ফোন, আধার নম্বর এবং সেভিংস অ্যাকাউন্ট।
স্কিমটির জন্য (Pradhanmantri Kisan Maandhan Yojana) কি কি নথিপত্র প্রয়োজনীয়?
- আধার কার্ড
- পরিচয়পত্র
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক
- ঠিকানার প্রমাণ
- মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজ ছবি
কীভাবে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা?
কৃষকরা কিভাবে এই স্কিমের (Pradhanmantri Kisan Maandhan Yojana) সুবিধা পাবেন জানতে হলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। আবেদনকারীকে প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকার মধ্যে, যে কোনও একটা পরিমাণ অবদান রাখতে হবে। এর জন্য সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৪২ বছরের বেশি হওয়া যাবে না। কৃষকের বয়স যখন ষাট বছর হবে তখন প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবে।
আরো পড়ুন: ছোটদের ভবিষ্যৎ নিয়ে টেনশন দূর, কেন্দ্র আনল নতুন পেনশন অ্যাকাউন্ট প্রকল্প
কিষাণ মানধন যোজনার জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হবে?
- প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে: [https://maandhan.in/](https://maandhan.in/)।
- “সেলফ এনরোলমেন্ট” এ ক্লিক করতে হবে।
- মোবাইলে যে OTP যাবে তা ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যাবে।
- প্রয়োজনীয় বিবরণ সহ অনলাইন ফর্মটি পূরণ করুন এবং জমা দিন।
অফলাইনে আবেদন করার পদ্ধতি:-
- আপনার নিকটতম জনসেবা কেন্দ্রে (জেএসসি কেন্দ্র) যান।
- প্রয়োজনীয় নথি জমা দিন এবং স্কিমের জন্য রেজিস্ট্রেশন করুন
- সবকিছু ঠিকঠাক থাকলে, আপনার নাম নথিভুক্ত করা হবে।
- আপনার অ্যাকাউন্ট থেকে মাসিক ই-ম্যান্ডেটের মাধ্যমে প্রিমিয়াম কাটা হবে।