LIC Aadhaar Stambh Policy: LIC-র দুর্দান্ত পলিসি! অল্প বিনিয়োগেই মিলবে ৫ লক্ষ টাকা রিটার্ন

Get 5 lakh return on low investment with LIC’s great offer: ভারতের বৃহত্তম ইন্সুরেন্স সংস্থা হল লাইফ ইনসুরেন্স কর্পোরেশন বা এলআইসি। এটি সর্বদাই তার গ্রাহকদের জন্য নানারকম পরিকল্পনা নিয়ে আসে। LIC এর আধার স্তম্ভ (LIC Aadhaar Stambh Policy) হল একটি নন-লিঙ্কড, অংশগ্রহণমূলক, স্বতন্ত্র সঞ্চয় পরিকল্পনা। পলিসিটির প্রিমিয়ামের পরিমান কিন্তু বেশ কম। বিশেষত পুরুষদের জন্যই লাইফ ইনসুরেন্স কর্পোরেশন-এর আধার স্তম্ভ পলিসিটি তৈরি করা হয়েছে। পলিসিটির দুর্দান্ত অফার হলো, যেকোনো রকম প্রতিকূল পরিস্থিতিতে পারিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পলিসি সত্যি খুব কাজে লাগে। বিনিয়োগকারী যদি পলিসিটির মেয়াদ শেষ হওয়া অবধি বেঁচে থাকে তাহলে তিনি পলিসিটির ম্যাচুরিটির পুরো সুবিধা পাবেন।

এই পলিসিটির (LIC Aadhaar Stambh Policy) আরেকটি বাড়তি সুবিধা হল, কোনো কারণে যদি বিনিয়োগকারী ব্যক্তির বা নমিনি বিমাকৃত ব্যক্তির দুঃখজনক এবং অকালমৃত্যু ঘটে তবে সেক্ষেত্রে বিমার টাকা এবং লয়ালটি অ্যাডিশনের টাকাও তিনি পাবেন। এছাড়া বিমা পলিসির তহবিলে লয়ালটি অ্যাডিশনের টাকাও যোগ করা হয়। এই পলিসির মাধ্যমে লাইফ ইনসুরেন্স কর্পোরেশন (এলআইসি) একটি বোনাসও দিয়ে থাকে।

বিনিয়োগকারী লাইফ ইনসুরেন্স কর্পোরেশন বা এলআইসি এর আধার স্তম্ভ পলিসিতে (LIC Aadhaar Stambh Policy) যখনই পলিসির মেয়াদ শেষ হয়ে যাবে তখন ম্যচুরিটি এবং লয়্যালটি অ্যাডিশনের টাকাও তিনি পেয়ে যাবেন। অন্যদিকে, এলআইসি এর এই পলিসিতে দুই বছরের জন্য অটো কভার সুবিধা দেওয়া হয়। এই বৈশিষ্ট্যটির মাধ্যমে পলিসিটিকে কার্যকর করা হয়। যদি আপনি কোনো প্রিমিয়াম দিতে ভুলে যান তাহলেও কিন্তু পলিসি চলতে থাকে।

LIC এর এই পরিকল্পনার (LIC Aadhaar Stambh Policy) প্রিমিয়াম নির্ধারণের জন্য বিনিয়োগকারীর বয়স, বিমাকৃত অর্থ এবং পলিসির দৈর্ঘ্য বিবেচনা করা হয়। আপনি কিভাবে দেবেন এই প্রিমিয়াম? প্রিমিয়ামের জন্য অর্থপ্রদানের অনেক বিকল্প রয়েছে, যেমন বার্ষিক, দ্বিবার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক। যদি আপনি লাইফ ইনসুরেন্স কর্পোরেশন এর আধার স্তম্ভ পলিসিতে বিনিয়োগ করেন তাহলে কমপক্ষে ২ লাখ টাকা পাবেন। তবে সব থেকে বেশি ৫ লাখ টাকা পাওয়া যায় এই প্রকল্পে।

এখানে বিনিয়োগ করলে আপনার যোগ্যতা কি কি লাগবে? আপনি যদি এলআইসি-এর আধার স্তম্ভ পলিসিতে বিনিয়োগ করতে চান তাহলে ন্যুনতম বয়স হতে হবে 8 বছর। এছাড়া আধার স্তম্ভ পলিসিতে বিনিয়োগের সর্বোচ্চ বয়স হলো ৫৫ বছর। তবে এই পলিসিতে ম্যাচুরিটি হওয়ার জন্য ন্যুনতম ১৮ বছর লাগে এবং এই পলিসি ম্যাচুরিটিতে সব থেকে বেশি ৭০ বছর লাগতে পারে। যদি আপনি একজন নাবালকের জন্য এই পলিসি করেন তাহলে তার ১৮ বছর হলেই পলিসির চুক্তিতে কিছু পরিবর্তন হয়।