Central Govt Scheme: রোজ ৭ টাকা করে জমালেই মিলবে প্রতিমাসে ৫০০০ টাকা! সুযোগ এই সরকারি প্রকল্পে

Prosun Kanti Das

Published on:

Advertisements

By depositing 7 rupees daily, you can get 5000 rupees per month from this govt scheme: বেশিরভাগ মানুষই নিশ্চিত রিটার্নের আশায় বিনিয়োগের জন্য বেছে নেন ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমগুলিকে। কিন্তু অনেকেই চান এমন কোন প্রকল্পে বিনিয়োগ করতে, যার ফলে প্রতি মাসে কিছু টাকা তার হাতে আসতে থাকবে। বিশেষ করে চাকরিজীবীদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। তাদের অবসর জীবন সুনিশ্চিত করতে এমন পদক্ষেপ নিয়ে থাকেন তাঁরা। এমন অনেক প্রকল্প রয়েছে যেগুলিতে বিনিয়োগ করলে অবসর জীবনে প্রতিমাসে পেনশনের মতো টাকা পেতে থাকবেন বিনিয়োগকারী। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটিতেও (Central Govt Scheme) পাওয়া যাবে এই ধরনের একাধিক সুযোগ সুবিধা।

Advertisements

অবসর জীবনে নিয়মিত আর্থিক উপার্জন বজায় রাখতে চাইলে, আপনি বিনিয়োগ করতে পারেন কেন্দ্রীয় সরকারি প্রকল্প (Central Govt Scheme) অটল পেনশন যোজনায়। কম আর্থিক বিনিয়োগে অধিক রিটার্ন পাবার জন্য এই সরকারি প্রকল্পটি এক্কেবারে প্রযোজ্য। এই প্রকল্পে নিশ্চিত রিটার্ন পাবার নিশ্চয়তা দিচ্ছে সরকার। এই প্রকল্প থেকে একাধিক সুযোগ-সুবিধা পেতে পারেন বিনিয়োগকারী। কিন্তু এই সুযোগ-সুবিধা ভোগ করার জন্য কিছু নিয়মও মেনে চলতে হবে তাঁকে। আজকের প্রতিবেদনে এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisements
সুযোগ-সুবিধা:

কেন্দ্রীয় সরকারী প্রকল্প (Central Govt Scheme) অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে বেশ কিছু সুবিধা পেতে পারেন বিনিয়োগকারী।

Advertisements
  1. খুব কম পরিমাণ আর্থিক বিনিয়োগে পাওয়া যেতে পারে অধিক পরিমাণ আর্থিক রিটার্ন।
  2. বিনিয়োগের ক্ষেত্রে, মাসিক সর্বনিম্ন ৪২ টাকা থেকে সর্বোচ্চ ১৪৫৪ টাকা অব্দি বিনিয়োগ করা সম্ভব।
  3. বিনিয়োগকারীর ৬০ বছর বয়সের পর প্রতি মাসে তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পাবেন এই প্রকল্পের মাধ্যমে।
  4. অবসরের পর টাকা রিটার্ন পাবার সময়, কোন ব্যক্তি কত টাকা মাসিক হারে রিটার্ন পাবেন তা নির্ধারণ করার সুযোগ থাকে গ্রাহকের কাছেই।
  5. একজন গ্রাহক রিটার্ন হিসেবে পেতে পারেন মাসিক সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা অব্দি।
  6. এই প্রকল্পের বিনিয়োগকারীরা আয় কর প্রদানের ক্ষেত্রে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ছাড় পেতে পারেন।
নিয়মাবলী

কেন্দ্রীয় সরকারি প্রকল্প (Central Govt Scheme) অটল পেনশন যোজনায় বিনিয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় বিনিয়োগকারীকে।

  1. শুধুমাত্র বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরাই প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারেন। কোন সরকারি কর্মচারী এই সুবিধা পাবেন না।
  2. বিনিয়োগকারী ব্যক্তির বাৎসরিক আয় আয়কর প্রদানকারী সীমার নিম্নে হতে হবে। যে সমস্ত ব্যক্তিকে তাদের উপার্জনের উপর ইনকাম ট্যাক্স প্রদান করতে হয় তারা এই প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পাবেন না।
  3. বিনিয়োগকারির বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  4. প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার সুযোগ-সুবিধা পেতে গেলে ন্যূনতম ২০ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করা বাধ্যতামূলক।
  5. এই প্রকল্পের জন্য ব্যবহার করা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে।
  6. বিনিয়োগকারীর বৈধ আধার কার্ড, প্যান কার্ড সহ যাবতীয় নথিপত্র থাকতে হবে।
  7. সর্বোপরি বিনিয়োগকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।

আরও পড়ুন ? PNB Interest Rate: PNB-র বড় ধামাকা, প্রায় ৮ শতাংশ সুদ পাবেন এই সকল বিনিয়োগকারীরা

কেন্দ্রীয় সরকারি প্রকল্প (Central Govt Scheme) প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা ভারতীয়দের কাছে এতটাই জনপ্রিয় হয়েছে যে, এখনো পর্যন্ত প্রায় ৫ কোটি মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করেছেন। বিনিয়োগকারীর বয়স যদি ১৮ বছর হয় তাহলে ৬০ বছর বয়সের পর তিনি প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতে পারেন। এর জন্য প্রতি মাসে তাকে বিনিয়োগ করতে হবে মাত্র ২১০ টাকা। অর্থাৎ প্রতিদিন মাত্র ৭ টাকা। প্রতিদিন মাত্র ৭ টাকা বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী বাৎসরিক ৬০০০০ টাকা অব্দি পেনশন পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে।

Disclaimer: বাংলাXP কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা সংস্থা নয়। উপরিক্ত নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। বাংলাXP কোনোভাবেই কাউকেই বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে না। কোনো খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজেস্ব চিন্তা-ভাবনা, গবেষণা এবং বাজারগত ঝুঁকি নেওয়ার সহনশীলতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisements