নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসেই বেড়ে চলেছে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম। ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল অবস্থা মধ্যবিত্ত পরিবারগুলির। তবে এমত অবস্থাতেই রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ে ৯০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে এমনটাই টুইট করে জানানো হলো IOCL-র তরফ থেকে।
IOCL-র তরফ থেকে সম্প্রতি টুইট করে জানানো হয়েছে, পেটিএম-এর তরফ থেকে গ্রাহকদের এই অফার দেওয়া হচ্ছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অফার চলবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই সুযোগ পাওয়ার জন্য গ্রাহকদের হাতে আর সময় রয়েছে মাত্র কয়েকটা দিন।
জানা গিয়েছে, পেটিএম-এর মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করা হলে এই সুযোগ পাওয়া যাচ্ছে। প্রথম তিনটি সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে এই অফার প্রযোজ্য। এই অফারের সুবিধা তারাই পাবেন যারা প্রথমবার পেটিএম অ্যাপ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করবেন। পাশাপাশি জানা যাচ্ছে এমন সুবিধা কেবল মাত্র একবারই পাবেন একজন গ্রাহক।
IOCL-র তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, পেটিএম অ্যাপের মাধ্যমে সিলিন্ডার রিফিল করলে ৯০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এই বিষয়ে আরও তথ্য জানা যাবে https://paytm.com/cylinder-gas-recharge/indane লিঙ্কে।
Get up to ₹900 cashback while booking your #Indane LPG refill on @paytm. Book now: https://t.co/4xn4H7f2gj. Terms & Conditions Apply. #LPGBooking pic.twitter.com/9yoKRH04eR
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) July 18, 2021
এই পদ্ধতিতে সিলিন্ডার বুকিংয়ে ছাড় পাওয়ার জন্য গ্রাহকদের প্রথমে পেটিএম অ্যাপে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর গ্যাস সিলিন্ডার বুকিং অপশন বেছে নিতে হবে। সেখানে নিজের এলপিজি আইডি এবং সার্ভিস প্রোভাইডার বেছে নেওয়ার পর সিলিন্ডার বুকিং করে পেটিএম-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর একটি স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে। সেটি স্ক্র্যাচ কাজ করে জানা যাবে কত টাকা ছাড় পাওয়া গেল।