নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের গুরুত্ব কতটা তা নতুন করে বলার কিছু নেই। তবে এই গুরুত্বপূর্ণ নথিটি বহু ক্ষেত্রেই কারণবশত হারিয়ে যেতে লক্ষ্য করা যায়। আর আধার কার্ড হারিয়ে গেলে বিনা মেঘে বজ্রপাত পড়ার মতো ঘটনা ঘটে। অনেকের আবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকার কারণে চিন্তা আরও বেড়ে যায়। তবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকলেও পুনরায় পাওয়া যাবে নিজের আধার কার্ড।
দেশের নাগরিকদের অসুবিধার কথা মাথায় রেখে ইউআইডিএআই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকা আধার কার্ড পুনরায় পাওয়ার জন্য ব্যবস্থা রেখেছে। সেই ব্যবস্থা অনুযায়ী মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই তা সহজেই পাওয়া যাবে।
এই পদ্ধতিতে আধার কার্ড পুনরায় পাওয়ার জন্য গ্রাহকদের যেতে হবে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in/ । সেখানে প্রথমেই বেছে নিতে হবে ‘My Aadhaar’ সেকশন। তারপর বেছে নিতে হবে ‘Get Aadhaar’ অপশন। ঠিক তার পরেই বেছে নিতে হবে ‘Order Aadhaar PVC Card’ অপশনটি।
পরবর্তীতে গ্রাহকদের নিজেদের আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি অথবা ইআইডি, যেকোনো একটি দিতে হবে। পরবর্তীতে সিকিউরিটি কোড হিসেবে দিতে হবে ক্যাপচা কোড। এর পরেই যদি কোনো গ্রাহকের আধারের সাথে মোবাইল নম্বর সংযুক্ত না থাকে তাহলে ওই পেজে থাকা ‘My Mobile number is not registered’ অপশনটি বেছে নিতে হবে।
এই অপশনটি বাছার সঙ্গে সঙ্গেই যেকোনো একটি মোবাইল নম্বর দেওয়ার জায়গা দেওয়া হবে। সেখানে আপনার হাতের কাছে থাকা যেকোনো একটি মোবাইল নম্বর দিয়ে ‘Send OTP’ অপশনে ক্লিক করুন। আপনার কাছে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে চলে যান।
এইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড পুনরায় পেতে পারেন। অর্ডার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগে আপনার বাড়ি ঠিকানায় চলে আসবে আপনার নতুন পিভিসি আধার কার্ড। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি জন্য আপনার পকেট থেকে খসবে টাকা।