Flipkart Exchange Offer: অকেজো ফোন, ফ্রিজ, এসি নিয়ে চিন্তার দিন শেষ! Flipkart দিচ্ছে রোজগারের সুযোগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Get big money instead of useless appliances in Flipkart Exchange Offer: আপনার বাড়িতে কি একগাদা পুরনো অকেজো ইলেকট্রনিক ডিভাইস পড়ে আছে? এখনো ভেবে পাচ্ছেন না সেগুলো নিয়ে কি করবেন? পুরনো ইলেকট্রনিক ডিভাইস বাড়িতে পড়ে থাকতে থাকতে স্বাভাবিকভাবেই তা অকেজ হয়ে গেছে কিন্তু এখন সেইসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। কারণ, Flipkart আপনার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার (Flipkart Exchange Offer) যার দ্বারা আপনি অকেজো অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে স্মার্টফোন, ফিচার ফোন থেকে অনেক কিছুই সহজেই এক্সচেঞ্জ করে নিতে পারবেন। বাড়িতে পড়ে থাকা পুরনো অকেজো যেকোনো অ্যাপ্লায়েন্স কিংবা স্মার্টফোন, ফিচার ফোন খুব সহজেই ফ্লিপকার্টের এই অফারের দ্বারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

Advertisements

আশা করি বহু ক্রেতাই এই লোভনীয় অফার হাতছাড়া করতে চাইবেন না। যারা এই ফ্লিপকার্ট এর এক্সচেঞ্জ (Flipkart Exchange Offer) প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, তাঁদের জন্য থাকছে আকর্ষণীয় Buyback Offer। আপনার পুরনো অকেজো প্রডাক্টটি যদি এক্সচেঞ্জ করেন বা বদলান, তাহলে আপনাকে বেশি ঝক্কিও পোহাতে হবে না। ফ্লিপকার্টের একজন পিকআপ বয় আপনার বাড়িতে এসে সেইসব প্রোডাক্ট নিয়ে যাবে।

Advertisements

এছাড়াও আপনি যদি আপগ্রেডেড প্রডাক্টের হ্যান্ড ইন হ্যান্ড এক্সচেঞ্জ করেন তাহলে আপনার জন্য রয়েছে লোভনীয় অফার। বাড়িতে যদি পুরনো অকেজো প্রোডাক্ট জমে যায় তাহলে তা সত্যি বড় মুশকিলের। এতে সমস্যা আরো দ্বিগুণ বেড়ে যায়। ফ্লিপকার্টের সহায়তায় (Flipkart Exchange Offer) এখন থেকে পুরনো এবং অকেজো হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আর মুশকিলে পড়তে হবে না সাধারণ মানুষকে।

Advertisements

যদি আপনি এই আকর্ষণীয় অফারটি (Flipkart Exchange Offer) নেন তাহলে আপনাকে ভেন্ডার খোঁজার জন্যও দৌড়াদৌড়ি করতে হবে না। অ্যাপ্লায়েন্স যত বড়ই হোক না কেন ফ্লিপকার্টের পিকআপ বয় এসে আপনার সেই অ্যাপ্লায়েন্স নিয়ে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রোগ্রাম কাস্টমারদের একটা Exchange Value দেবে, যার মাধ্যমে তাঁরা আরও একটা ভাল প্রডাক্ট পেয়ে যাবেন।

তবে এই প্রোগ্রামের আরো একটি গুরুত্বপূর্ণ দিক সবার জেনে নেওয়া দরকার সেটি হলো, যে সব প্রডাক্ট টাকা দিয়ে পরিবর্তিত হচ্ছে, সেগুলির পরিমাণ কিন্তু অতি অবশ্যই কমবে। যদি সেই সব পুরনো এবং অকেজো প্রডাক্টের পরিমাণ কমে তাহলে দেশে ই-বর্জ্য বা e-Waste এর পরিমাণ কমবে। অনেক সময় হয় যে পণ্যটি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার অবস্থার উপরে নির্ভর করে অনুমোদিত বিক্রেতাদের দ্বারা সেই প্রোডাক্ট গুলিকে পুনর্ব্যবহার বা নিরাপদে নিষ্পত্তি করা হবে।

Advertisements