BSNL OTT Plan: বেসরকারি টেলিকম সংস্থাগুলো যেমন জিও থেকে শুরু করে এয়ারটেল সকলেই ভারতে উচ্চ-গতির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করে থাকে। এইসব সংস্থাগুলোর বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যানগুলির মধ্যে থাকে ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধাও। আপনি যদি টাকা দিয়ে ব্রডব্র্যান্ড পরিষেবা নিয়ে থাকেন তাহলেই বিনামূল্যে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ পাবেন। ভারতীয় গ্রাহকদের কাছে এ যেন এক বাড়তি আকর্ষণ। একাধিক বেসরকারি টেলিকম সংস্থাগুলো বর্তমানে বৃদ্ধি করেছে তাদের রিচার্জ প্ল্যান এর মূল্য। প্রতিযোগিতার বাজারে নিজের জায়গা করে নিতে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল জোরকদমে প্রচেষ্টা চালাচ্ছে। টিসিএস-এর সঙ্গে ১৫০০০ কোটি টাকার এক চুক্তি করেছে তারা। এই চুক্তি অনুসারে, টিসিএস বিএসএনএল-কে ফোরজি পরিষেবার নেটওয়ার্ক বসাতে সাহায্য করবে। পরে এটি উন্নত হবে ফাইভ জি পরিষেবায়। মার্কেটের দিকে তাকালে বিএসএনএল এর রিচার্জ প্ল্যান অন্যান্য সংস্থার তুলনায় অনেকটাই কম মূল্যের। বর্তমানে বিএসএনএলের জনপ্রিয়তা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
ভারতীয় গ্রাহকেরা বর্তমানে জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া ছেড়ে বিএসএনএল-নিয়ে চর্চা শুরু করেছে। কিন্তু ওটিটি সাবস্ক্রিপশনের (BSNL OTT Plan) কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে যাচ্ছে। কারণ বেসরকারি সংস্থার মত আদৌ কি পরিষেবা দিতে পারবে এই সরকারি টেলিকম সংস্থা? এটাই এখন ভারতীয় গ্রাহকদের আছে সবথেকে বড় প্রশ্ন। যারা এতদিন ধরে জিও, এয়ারটেল কিংবা অন্য কোনও ফাইবার ব্রডব্যান্ড ব্যবহার করে এসেছেন তারা কিন্তু বিএসএনএল-এর এই সুবিধা দেখে রীতিমত অবাক। এই প্ল্যান রিচার্জ করলে আপনারা পেয়ে যাবেন জি৫ (ZEE5), সোনিলিভ (SonyLIV), ইয়াপটিভি (YuppTV), ডিজনি+হটস্টার (Disney+Hotstar), শিমারু (Shemaroo), হাঙ্গামা (Hungama), লায়ন্সেট প্লে (Lionsgate Play) এবং এপিক অন (EPIC ON)-এর মতো ওটিটি প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশনের সুবিধা।
এছাড়াও গ্রাহকেরা বিএসএনএল-এর ওটিটি প্ল্যানগুলি (BSNL OTT Plan) স্বতন্ত্র প্ল্যান হিসেবেও নিতে পারেন। যদি কোন গ্রাহকের শুধুমাত্র ওটিটি সাবস্ক্রিপশন প্রয়োজন তারা তাদের প্রয়োজন অনুযায়ী প্ল্যানগুলি বেছে নিতে পারেন। সরকারি এই সংস্থার এই প্ল্যানের নাম হলো বিএসএনএল সিনেমা প্লাস (BSNL Cinema Plus)। এই পরিষেবার প্ল্যান নিতে হলে রিচার্জ করতে হবে মাত্র ৪৯ টাকা। আর সর্বোচ্চ প্ল্যানটি নিতে লাগে ২৫০ টাকা। এই সুবিধা আপনারা পাবেন না বেসরকারি টেলিকম সংস্থাগুলোর বিভিন্ন প্ল্যান এ।
আরো পড়ুন: বিদায় বলুন দামী রিচার্জকে, Jio-এর অবিশ্বাস্য প্ল্যান মাত্র ১৭৩ টাকায়
বিএসএনএল সিনেমা প্লাসের (BSNL OTT Plan) সুবিধা –
ব্রডব্যান্ড সংযোগ ছাড়াই এই প্ল্যানটি একটি স্বতন্ত্র পরিষেবা। গ্রাহকেরা খুব সহজেই পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, স্মার্ট টিভি-সহ যে কোনও ডিভাইসে যে কোনও সময় এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
জি৫, সোনিলিভ, ইয়াপটিভি, ডিজনি+হটস্টার, শিমারু, হাঙ্গামা, লায়ন্সেট প্লে এবং এপিক অন – এই ওটিটি প্ল্যাটফর্মগুলির সুবিধা পাওয়া যায়
বিএসএনএল ১১৯ টাকার সিনেমা প্লাস প্ল্যান (BSNL OTT Plan)
এই প্ল্যানটির মূল্য হলো ১১৯ টাকা। এতে জি৫ প্রিমিয়াম, সোনিলিভ প্রিমিয়াম, ইয়াপটিভি এবং ডিজনি+হটস্টার-এর অ্যাক্সেস পাওয়া যায়।
বিএসএনএল ২৪৯ টাকার সিনেমা প্লাস প্ল্যান (BSNL OTT Plan)
প্ল্যানটির মূল্য হলো ২৪৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন জি৫ প্রিমিয়াম, সোনিলিভ প্রিমিয়াম, আয়পটিভি, শিমারু, হাঙ্গামা, লায়ন্সগেট এবং ডিজনি+হটস্টার-এর সুবিধা।
বিএসএনএল ৪৯ টাকার সিনেমা প্লাস প্ল্যান
এই প্ল্যানের মূল্য মাত্র ৪৯ টাকা। এতে শিমারু, হাঙ্গামা, লায়ন্সগেট প্লে, এবং এপিক অন – এই চারটি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যায়।