নিজস্ব প্রতিবেদন : নতুন Pan Card করানোর ক্ষেত্রে বর্তমানে আর লম্বা লাইনে দাঁড়ানো, দুই পৃষ্ঠার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার বা দিনের পর দিন অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। বর্তমানে আয়কর বিভাগের চালু করা নতুন পরিষেবায় Aadhaar কার্ড থাকলেই বাড়িতে বসে বিনামূল্যে ১০ মিনিটে ePan Card পেতে পারেন।
এর পাশাপাশি যদি আপনি তা প্রিন্ট করাতে চান তাহলে খরচ পড়বে মাত্র ৫০ টাকা। অবশ্য প্রিন্ট না করালেও এই Pan Card ফিজিকাল কপির মতনই কাজ করবে।
কারা ePan কার্ডের জন্য আবেদন করবেন?
যাদের আগে থেকে কোনো Pan Card নেই তারাই এই ePan কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য Aadhaar কার্ডের সাথে ব্যক্তির মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক। আধার কার্ডে আবেদনকারীর সম্পূর্ণ সঠিক জন্মতারিখ থাকতে হবে। আবেদনকারীকে প্রাপ্ত বয়স্ক হতে হবে।
অনলাইনে আবেদন করার পদ্ধতি
১. আবেদনকারীকে সবার প্রথম আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে (https://www.incometaxindiaefiling.gov.in/home) যেতে হবে। এখানের বাঁ দিকে ‘Quick Links’-র মধ্যেই ‘Instant PAN through Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে।
২. এর পরে যে নতুন পেজ খুলবে সেখানে ‘Get New Pan’ বিকল্প বেছে নিতে হবে।
৩. নতুন পেজে আপনার Aadhaar নম্বর দিন এবং Captcha Code টাইপ করার পর আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে এবং তাকে যাচাই করতে হবে।
৪. এর পরে Aadhaar বিবরণ বৈধ (Validate) করতে হবে।
৫) ইমেল আইডি ভ্যালিডেট করার অপশনে আপনার ইমেল আইডি ভ্যালিডেট করাতে হবে। যদিও এটি অপশনাল। অর্থাৎ আপনি নাও করতে পারেন।
৬. এরপর ‘Get Pan’ পর্যায়ে আপনার নিবন্ধিত Aadhaar নম্বরের ই-কেওয়াইসি তথ্য UIDAI কর্তৃপক্ষের-এর সঙ্গে বিনিময় করার পরেই ৫-১০ মিনিটের মধ্যে আপনার ePan Card বরাদ্দ হয়ে যাবে।
৭. সব হয়ে যাওয়ার পর ‘Status / Download Pan’ থেকে আধার নম্বরের মাধ্যমে পিডিএফ ফর্ম্যাটে প্যান ডাউনলোড করতে পারেন।
আবেদন করা Pan কার্ডের স্ট্যাটাস জানার পদ্ধতি
আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে (https://www.incometaxindiaefiling.gov.in/home) এর ‘Instant PAN through Aadhaar’ অপশনের মধ্যে থাকে ‘Check Status/Download Pan’ অপশন। সেখানে আপনার নিবন্ধিত Aadhaar নম্বর দিলে আপনার আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে। সেই OTP দিলেই দেখা যাবে আপনার Pan তৈরি হয়েছে কিনা।