Free Accommodation: পকেটে টাকা না থাকলেও চিন্তা নেই! এই ৪ জায়গা ঘুরতে গিয়ে থাকা-খাওয়া পুরো ফ্রি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Free Accommodation: ভ্রমন প্রিয় বাঙ্গালীর কাছে গ্রীষ্ম, বর্ষা, শীত সবই প্রায় সমান। উপযুক্ত সময়ে উপযুক্ত জায়গায় পৌঁছে যেতে ভালোবাসেন পর্যটকরা। প্রতিমাসেই কোথাও না কোথাও ঘোরার প্ল্যান চলতেই থাকে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় খরচ। যাতায়াত খরচ, থাকা খাওয়ার খরচ। এইসব ভেবে অনেকেই একটু পিছিয়ে পড়েন। কিন্তু ভারতে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে খরচ বলতে কিছুই নেই থাকা খাওয়া সবই একেবারে ফ্রি (Free Accommodation)। খরচ বলতে শুধুই গাড়ি ভাড়া। তাই খরচের কথা ভেবে ঘুরতে যাবার প্ল্যান বাতিল না করে, ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাগুলি থেকে। আজকের প্রতিবেদনে এমন চারটি জায়গার বিবরণ রইলো।

Advertisements
ভারত হেরিটেজ সার্ভিসেস

প্রথমেই আসা যাক ভারত হেরিটেজ সার্ভিসেসের কথায়। এই জায়গাটি ঋষিকেশের অন্যতম সেরা জায়গা হিসেবে পরিচিত। ঋষিকেশের একাধিক মন্দির ঘুরে দেখার সুযোগ পেয়ে যাবেন এখানেও। শান্ত নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চলে আসতে পারেন এই জায়গায়। এখানে থাকা খাওয়া একেবারে ফ্রি (Free Accommodation)। তবে সেটাকে ঠিক ফ্রি বলা যায় না। থাকা খাওয়ার জন্য আর্থিক কোনো খরচ হয় না ঠিকই, কিন্তু তার বদলে করতে হয় কিছু সমাজ সেবামূলক কাজ। এই এলাকায় সমাজসেবা মূলক কাজ করে আপনি মনে শান্তিই পাবেন। তাই আখেরে পর্যটকদের লাভই হবে।

Advertisements
পরমার্থ নিকেতন

ঋষিকেশ এমনিতেই পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। শুধুমাত্র ভারতীয় পর্যটক নয়, দেশ বিদেশের পর্যটকরা প্রতিনিয়তই আসেন ঋষিকেশের বিভিন্ন এলাকায়। ঋষিকেশ নিয়ে যখন কথা হচ্ছে আর আলোচনার বিষয় যখন ফ্রিতে থাকা খাওয়া, তখন ভারত হেরিটেজ সার্ভিসের পাশাপাশি উঠে আসে পরমার্থ নিকেতনের নামটিও। ঋষিকেশে গঙ্গা আরতির জন্য বিখ্যাত আশ্রমটির নাম হল পরমার্থ নিকেতন। প্রতিনিয়ত বহু পূর্ণ্যার্থী এই আশ্রমে আসেন ধর্ম কর্ম করতে। পূর্ণার্থীদের জন্য এখানে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া খাবার বা পানীয় জলের জন্যও আলাদাভাবে কোন অর্থ খরচ করতে হয় না পূণ্যর্থীদের। ভারত তথা বিশ্বের বিখ্যাত গঙ্গা আরতির দৃশ্য দেখতে চাইলে এই আশ্রমে আসতেই হবে। পাশাপাশি পেয়ে যাবেন ফ্রিতে থাকা খাওয়ার সুযোগ (Free Accommodation)।

Advertisements

আরও পড়ুন : Darjeeling Tourist Tax: খরচ বাড়লো দার্জিলিং ভ্রমণের, এবার মাথাপিছু গুনতে হবে এত টাকা

মণিকরন সাহিব

ঋষিকেশ নিয়ে যখন কথা হচ্ছে তাহলে পাশাপাশি হিমাচল নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক। হিমাচল এমনিতেই ভারতীয়দের কাছে বেশ প্রিয় জায়গা। শুধু ভারতীয় কেন, বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় ভ্রমণ স্থল হিসেবে পরিচিত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। ভ্রমণের জন্য হিমাচল প্রদেশ একটু খরচ সাপেক্ষ তো বটেই। তবে এখানেও রয়েছে এমন একটি মন্দির যেখানে থাকা খাওয়ার খরচ একেবারেই ফ্রি (Free Accommodation)। আপনাকে কোনরকম অর্থ দিতে হবে না। জায়গাটির নাম গুরুদুয়ারা মণিকরণ সাহিব। হিমাচল প্রদেশ গেলে একবার হলেও এই জায়গাটি ঘুরে আসা উচিত।

রামনাশ্রম

উত্তর ভারতের কিছু কম খরচে ঘুরে আসার জায়গার খবর তো দেওয়া হল। এবার আসা যাক একটু দক্ষিণ ভারতের দিকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দক্ষিণ ভারতও কিন্তু দারুন জায়গা। এখানকার একাধিক বিখ্যাত মন্দিরে তো পূণ্যর্থীদের ঢল লেগেই রয়েছে। জগৎজোড়া নাম দক্ষিণ ভারতের এক একটি মন্দিরের। প্রায় সবকটি মন্দিরই বিশ্ব বিখ্যাত। দক্ষিণ ভারতের একাধিক মন্দিরের মধ্যে অন্যতম হলো রামনাশ্রম। মন্দিরটি তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু ঘুরতে গেলে একবার অন্তত এই রামনাশ্রম মন্দিরে ঘুরে আসতে পারেন। এখানেও কিন্তু থাকা খাওয়ার জন্য কোনরকম আর্থিক খরচ হয় না। একেবারেই বিনামূল্যে (Free Accommodation) ঘুরে আসতে পারবেন এই মন্দির থেকে।

Advertisements