বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রের, কারা পাবেন এই সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের নাগরিকদের সুবিধা প্রদানের জন্য সরকারের তরফ থেকে নানান প্রকল্প আনা হয়েছে। এই সকল প্রকল্প সরাসরি পৌঁছে যায় আমজনতার কাছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যার্থে এই সকল নানান প্রকল্প চালু করা হয় সরকারের তরফ থেকে। সরকারের এই সকল প্রকল্পের মধ্যেই রয়েছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান সম্পর্কিত প্রকল্প আয়ুষ্মান ভারত। তবে এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে নয়া নীতি গ্রহণ করল কেন্দ্র।

Advertisements

দেশের যে সকল নাগরিকরা রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের বিনামূল্যে রেশন পেয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত ভারতীয় নাগরিকরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য যোগ্য বিবেচিত।

Advertisements

সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সকল নাগরিকদের নাম বিপিএল তালিকাভুক্ত রয়েছে তারা কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য কার্ড তৈরি করাতে পারবেন। যে সকল জনসুবিধা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে এই আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করানো যেতে পারে। সরকারের সঙ্গে যুক্ত যেকোনো হাসপাতাল অথবা নার্সিং হোমে এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ পাবেন প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকা নাগরিকরা।

Advertisements

তবে সরকারের অন্তোদয় অন্ন প্রকল্পের সুবিধা পান না এমন ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না এবং এই প্রকল্পের সুবিধা পাবেন না। মূলত সত্যিই যাদের এই ধরনের পরিষেবা প্রয়োজন তাদের কাছে এই পরিষেবা বিপুল পরিমাণে পৌঁছে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আয়ুষ্মান ভারত নিয়ে একাধিক এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি তারা দেশের সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে এক ছাদের তলায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে একটিমাত্র কার্ড কেন্দ্র এবং রাজ্যের উভয় স্বাস্থ্য প্রকল্পের জন্য ব্যবহার করা যাবে। নতুন কার্ডে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং সংশ্লিষ্ট রাজ্যের লোগো থাকবে।

Advertisements