নিজস্ব প্রতিবেদন : অধিকাংশ মানুষদের মধ্যেই প্রতিদিনের উপার্জন থেকে কিছু পরিমাণ টাকা সঞ্চয় করার প্রবণতা রয়েছে। ভবিষ্যতের জন্য এই সকল মানুষেরা সঞ্চয় করে থাকেন। তবে সঞ্চয় করার ক্ষেত্রে যেমন ভবিষ্যতের চিন্তাভাবনা রয়েছে, ঠিক সেই রকমই যাতে বিভিন্ন প্রকল্পে রাখা সঞ্চয় থেকে বেশি সুদ পাওয়া যায় সেই বিষয়টির উপরও নজর রাখা হয়।
বেশি সুদ পাওয়ার দিকে নজর রাখার কারণে বিনিয়োগকারীরা সবসময় খতিয়ে দেখেন কোথায় টাকা সঞ্চয় রাখলে লাভ বেশি। আবার বেশি লাভের সঙ্গে সঙ্গে যে জিনিসটি দেখতে হয় সেটি হল সুরক্ষা। এই দুই ক্ষেত্রেই এবার লাভজনক একটি এফডি প্ল্যান নিয়ে এসেছে ইউকো ব্যাঙ্ক (UCO Bank FD Plan)। অনেকেই রয়েছেন যারা ওই প্ল্যান সম্পর্কে না জেনে ভুলভাল মেয়াদের এফডি করে থাকেন।
ইউকো ব্যাঙ্কের তরফ থেকে এমনিতে ২ কোটি টাকার নিচে সাধারণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭ দিন থেকে ১৪ দিনের জন্য সুদ দেওয়া হয় ২.৯০ শতাংশ। একই সুদ দেওয়া হয় ১৫ থেকে ২৯ দিনের ক্ষেত্রেও। ৩০ থেকে ৪৫ দিনের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৩ শতাংশ। ৪৬ থেকে ৬০ দিনের জন্য সুদ দেওয়া হয় ৪ শতাংশ। একই সুদ দেওয়া হয় ৬১ থেকে ৯০ দিনের জন্যও। ৯১ থেকে ১২০ দিনের জন্য সুদ যাওয়া হয় ৪.৫০ শতাংশ।
১৫১ দিন থেকে ১৮০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে ইউকো ব্যাঙ্ক সুদ দেয় ৫ শতাংশ। ১৮১ থেকে ৩৬৪ দিনের জন্য সুদ দেওয়া হয় ৫.৫০ শতাংশ। এক বছরের জন্য সুদ দেওয়া হয় ৬.৫০ শতাংশ। এক বছর থেকে দু’বছরের জন্যও ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হয়। দুই থেকে তিন বছরের জন্য সুদ দেওয়া হয় ৬.৩০ শতাংশ। তিন থেকে পাঁচ বছরের জন্য সুদ দেওয়া হয় ৬.২০ শতাংশ। পাঁচ বছরের বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৬.১০ শতাংশ।
তবে এই সকল স্কিম ছাড়াও যে প্ল্যানের কথা বলা হচ্ছে সেটি হল ৪০০ দিনের। যে সকল বিনিয়োগকারীরা ৪০০ দিনের জন্য ইউকো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে টাকা জমা করবেন তারা ৭.০৫ শতাংশ সুদ পাবেন। অন্য কোন প্ল্যানের ক্ষেত্রে এমন সুদ দেওয়া হয় না। হিসেব অনুযায়ী এক বছরের থেকে আর সামান্য কয়েকজনের জন্য বেশি ফিক্সড ডিপোজিট করলেই এই বিপুল পরিমাণ সুদ পাওয়া যায়।