New Business Ideas: বাজারে পুরাতন এই জিনিসের ব্যাপক চাহিদা, ব্যবসা শুরু করলেই লাখ লাখ টাকা রোজগার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Learn about a business to earn good money today: বর্তমানে বহু মানুষ ব্যবসার দিকে ঝুঁকছেন, চাকরির পরিবর্তে তারা ব্যবসাকেই নিজেদের পেশা হিসাবে বেছে নিতে চাইছে। প্রতিবেদনটিতে নতুন ধরনের ব্যবসা অর্থাৎ কার্টন বাক্সের ব্যবসা শুরু করার বিষয়ে বলা হচ্ছে। এতে খরচ কম কিন্তু আয় প্রচুর। এদেশে অনলাইন শপিং করার প্রবণতা মানুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে, সেই কারণে কার্টনের ব্যবহারও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যেহেতু কার্টনের চাহিদা বেড়ে গেছে তাই ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আয় করছেন অনেক। এই ধরনের নতুন ব্যবসা (New Business Ideas) আয়ের নতুন দিক খুলে দেয়।

Advertisements

সম্প্রতি বাজারে কার্টন প্যাকেজিংয়ের চাহিদা অনেকটাই বেড়ে গেছে ফলে এই ব্যবসা করতে চাইলে প্রয়োজন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে ভালো মার্কেটিং করার দক্ষতা। তাহলেই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন এবং তাতে ক্ষতির সম্ভাবনা থাকে অনেক কম। চিন্তা ভাবনা একেবারে নতুন (New Business Ideas) তাই ঝুঁকি থাকলেও ক্ষতি সেভাবে হবেনা। আজকাল ছোটখাটো ইলেকট্রনিক আইটেম, মোবাইল, কসমেটিকস, জুতা এবং অন্য যে কোনও পণ্যই প্যাকেজিংয়ে এই কার্ডবোর্ডের বাক্স ব্যবহার করা হয়। অনলাইন শপিং বাড়লে সাথেসাথে বাড়বে কার্টুনের ব্যবসাও। বিভিন্ন কোম্পানি নিজেদের পছন্দ অনুযায়ী প্রস্তুতকারকদের ডিজাইনার বা আকৃতি অনুযায়ী কার্টন প্রস্তুত করার অর্ডার দেয়। একটা মোটা অঙ্কের টাকা উপার্জন করা যায় এর থেকে।

Advertisements

এই ব্যবসার (New Business Ideas) জন্য আপনার প্রায় 5,500 বর্গফুট জায়গা দরকার হবে, যেখানে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। তবে ব্যবসা শুরুর আগে MSME রেজিস্ট্রেশন বা উদ্যোগ আধারে রেজিস্ট্রেশন অবশ্যই দরকার। আপনি সরকার দ্বারা সাহায্য পেতে পারবেন। এছাড়াও এর জন্য প্রয়োজন কারখানার লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট ও জিএসটি রেজিস্ট্রেশনের।

Advertisements

আপনি যদি এই ব্যবসা (New Business Ideas) শুরু করবেন বলে ভাবেন তাহলে প্রথমেই আপনাকে বাজার সম্পর্কে গবেষণা করতে হবে। কার্টন ব্যবসা শুরু করার আগে আপনাকে এই ব্যাপারে সমস্ত তথ্য জানতে হবে। তবেই আপনি সফলভাবে এই ব্যবসা শুরু করতে পারবেন। স্বল্পমেয়াদী কোর্স করার এরকম বহু ইনস্টিটিউট রয়েছে। এইসব ইনস্টিটিউট গুলি তিন, ছয় এবং বারো মাস মেয়াদী এই কোর্সগুলি ব্যবসার সুবিধার জন্য শিখিয়ে থাকেন।

একটি বড় জমিতে প্রথমে কারখানা স্থাপন করতে হবে তারপরে সেখানে কার্টন প্রস্তুত করতে হবে। কাঁচামাল ছাড়াও কার্টন প্রস্তুতকারী মেশিনগুলিতেও কিন্তু খরচ করতে হবে। আপনার এই আধা স্বয়ংক্রিয় মেশিন কিনতে খরচ পড়বে প্রায় কুড়ি লাখ টাকা। সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন যদি কেনেন তাহলে ব্যবসার বাজেট আরও বৃদ্ধি পাবে। কার্টন তৈরিতে প্রথমে দরকার ক্রাফ্ট পেপার, যত ভালো মানের ক্রাফ্ট পেপার ব্যবহার করবেন, বাক্সের মান ততই ভাল হবে। পাশাপাশি লাগবে হলুদ স্ট্রবোর্ড, আঠা এবং সেলাইয়ের তার। নিঃসন্দেহে আপনি মাসে ৫ থেকে ৬ লাখ টাকা উপার্জন করতে পারবেন। ব্যবসাতে একাধিক জিনিসের প্রয়োজন হলেও আপনি লাভের মুখ দেখবেন। যদি আপনি ভালো ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করতে পারেন তাহলে আপনার ব্যবসার আরো উন্নতি হবে।

Advertisements