New Jawa 42 FJ: ভারতীয় মধ্যবিত্তের কাছে দুই চাকার চাহিদা অনেকটাই বেশি। ভারতীয় গাড়ির বাজারে দুই চাকার ক্রেতার সংখ্যা নেহাত কম নয় এবং বিভিন্ন বাইক কোম্পানির মধ্যে চলে চরম প্রতিযোগিতা। সম্প্রতি ভারতে নিজের মাটির শক্ত করতে চলেছে জাভা। দেশীয় বাজারে ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে জাভা ৪২ এফজে । বাইকটির এক্স শোরুম মূল্য হল ১.৯৯ লাখ টাকা থেকে ২.২২ -লাখ টাকার মধ্যে।
ক্রেতাদের আকৃষ্ট করার জন্য এই বাইকের রয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ফিচারস। নতুন জাভা ৪২ এফজে অন্যান্য বাইকে তুলনায় বেশি বোল্ড এবং অ্যাডভান্সড। একাধিক ফিচারস রয়েছে এই বাইকে। মার্কেটে এর কড়া প্রতিদ্বন্দ্বী হলো Royal Enfield Hunter 350 । নয়া এই বাইকটি (New Jawa 42 FJ) একেবারে উপযুক্ত নতুন প্রজন্মের জন্য। বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্যি যে এই গাড়িটি মাত্র ৯৪২ টাকা দিয়ে বুকিং করার অপশন দিচ্ছে সংস্থা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বুকিং সম্পন্ন করা যেতে পারে। এক ঝলকে দেখে নিন জাভা ৪২ এফজের ফিচার এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য।
জাভা ৪২ এফজে বাইকটিতে দেওয়া হয়েছে ৩৫০ Alpha 2 ইঞ্জিন। এটি অনায়াসে ২৯.১ hp পাওয়ার এবং ২৯.৬ Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। পুরনো মডেলের তুলনায় অনেক বেশি শক্তিশালী নয়া এই বাইকটি (New Jawa 42 FJ) । ইঞ্জিনটি ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। বাইকের সিট হাইট প্রায় ৭৯০ mm পর্যন্ত, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৮ mm পর্যন্ত এবং বাইকের ওজন ১৮৪ কিলোগ্রাম। যেকোনো রেগুলার মডেলের থেকে প্রায় দুই কিলোগ্রাম বেশি। যে কোন বয়সের মানুষ এই বাইকটি অনায়াসেই চালাতে পারবেন। পাশাপাশি যাত্রা হবে খুবই আরামদায়ক।
আরও পড়ুন: লঞ্চ হল নতুন জাওয়া ৪২ এফজে ৩৫০, চ্যালেঞ্জের মুখে রয়াল এনফিল্ড
নয়া এই বাইকে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন, এমনকি ডিজাইনেও সামান্য বদল রয়েছে। বাইকটির প্রিমিয়াম লুক হল গ্রাহকদের কাছে মূল আকর্ষণের বিষয়। বাইকের (New Jawa 42 FJ) একাধিক ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফিনিশ দেখতে পাওয়া সম্ভব।
নতুন এলইডি হেডলাইট লাগানো হয়েছে গাড়িটিতে। পাশাপাশি রয়েছে অ্যালয় হুইল এবং আছে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যাতে চালকের কোনো রকম অসুবিধা না হয় সেই নিরাপত্তার কথা ভেবেই রাখা হয়েছে দুই চাকাতেই ডিস্ক ব্রেকের সুবিধা। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনেও বদল এনেছে কোম্পানি। সামনেই উৎসবের মরশুমে যদি দুই চাকা নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে কিনতে পারেন এই গাড়িটি।