Advertisements

গাড়ি বা বাইককের এই পরিবর্তনগুলি করলে হতে পারে মোটা অঙ্কের জরিমানা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মোটরবাইক হোক অথবা চার চাকা, অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এগুলির প্রতি ঝোঁক থাকে আলাদা। শখ এবং প্রয়োজনের তাগিদে মানুষ এগুলি ক্রয় করে থাকেন। নিজেদের এই প্রিয় গাড়ি অথবা মোটরবাইকের ক্ষেত্রে অনেককেই দেখা যায় নিজের অথবা প্রিয়জনের নাম লিখতে, আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় বেশ কিছু জিনিসের পরিবর্তন করতে। তবে এই সকল পরিবর্তন করার আগে মোটর ভেহিকেল যে নিয়ম রয়েছে তা জানা প্রয়োজন। তাছাড়া পরিবর্তনের জন্য মোটা অংকের জরিমানা হতে পারে।

Advertisements

গাড়ি কেনার পর ছোটখাটো পরিবর্তন যেমন গাড়ির সিট কভার লাগানো অথবা খুলে দেওয়া, অথবা খোলা বাজার থেকে কেনা অ্যালয় হুইল লাগানোর ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের মডিফিকেশন করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। তবে এর বাইরে বড়সড়ো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলির পরিবর্তন করলে সমস্যায় পড়তে হবে গাড়ির মালিকদের এবং জরিমানার সম্মুখীন হতে পারেন তারা।

Advertisements

নিয়ম অনুসারে গাড়িতে রঙিন অথবা কালো কাঁচ লাগানো যায় না। এই ধরনের কাঁচ লাগানো হলে তা ট্রাফিক আইন বিরুদ্ধ। গাড়ির পিছনের এবং সামনের কাঁচে অন্ততপক্ষে ৭৫ ও ৫০% দৃশ্যমানতা থাকতে হবে। গাড়িতে এই ধরনের ভুল হয়ে থাকলে ট্রাফিক পুলিশ আপনাকে ধরলে আপনি জরিমানা সম্মুখীন হবেন।

Advertisements

মোটর বাইক হোক অথবা চারচাকা গাড়ি ফ্যান্সি সাইরেন অথবা প্রেশার হর্ন লাগানো নিষিদ্ধ। যানবাহনে যদি এই ধরনের হর্ন লাগানো হয়ে থাকে তাহলে ট্রাফিক পুলিশ চাইলে আপনার পথ আটকে আপনাকে জরিমানার সম্মুখীন করতে পারেন।

অনেকের ক্ষেত্রেই দেখা যায় তাদের মোটরবাইক অথবা চার চাকায় যে সাইলেন্সার পাইপ রয়েছে তা পরিবর্তন করে ফেলেন। এই পরিবর্তন সম্পূর্ণভাবে আইনবিরুদ্ধ। সংস্থার তরফ থেকে গাড়ি তৈরি করার সময় যে সাইলেন্সার পাইপ দেওয়া হয়ে থাকে সেই সাইলেন্সার পাইপই যানবাহনে থাকতে হবে। অন্যথায় জরিমানার সম্মুখীন হতে পারেন চালক অথবা মালিকেরা।

Advertisements