Rice bugs: চালে ধরেছে ছোট কালো কালো পোকা! এবার এই ঘরোয়া উপায়ে দূর হবে একনিমেষে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Get rid of rice bugs with home remedies: বাঙালি হলো এমন একটি জাতি যাদের ভাত ছাড়া একবারেই চলে না। আর এই ভাত হয় চাল থেকে। আপনি কি এই চাল কেনার জন্য রোজ রোজ বাজার যান? নিশ্চয়ই আপনার উত্তর হবে না। বেশিরভাগ মানুষ তাদের সারা মাসের চাল একবারে কিনে রাখেন বাড়িতে, আর তারফলেই যত বিপত্তি ঘটে। অনেকদিন চাল থাকলে তার মধ্যে কালো ছোট ছোট পোকা দেখা যায় (Rice bugs)। যদি আপনার বাড়ির চালে এই পোকা হয় তাহলে এই চাল খেতেও ইচ্ছে করবে না!

Advertisements

আপনারা নিশ্চয়ই জানেন ভাল করে চাল ধুলেও এই পোকা (Rice bugs) যায় না। তাহলে এই সমস্যার হাত থেকে রেহাই পাবেন কি করে? জানা থাকলেই সবরকম সমস্যার সমাধান হবে এক নিমেষেই! চটজলদি জেনে নিন চালের পোকা দূর করতে কী কী করা যেতে পারে? ঘরোয়া এই টিপসগুলো সর্বদাই মাথা রাখবেন যেমন, চাল কখনই প্লাস্টিকের পাত্রে রাখবে না, এমনকি বস্তাতেও চাল রাখা যাবে না! যখন একবার বস্তা কাটা হয়ে যাবে তখনই আপনাকে কোনও বড় স্টিলের পাত্রে রেখে দিতে হবে। খেয়াল রাখবেন পাত্রে যাতে কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে। এভাবে চাল রাখলে পোকা ধরবে না এবং যতদিন খুশি রাখতে পারবেন।

Advertisements

চাল সবসময় কিন্তু ঠান্ডা জায়গায় রাখতে হয়। যে পাত্রে আপনি চাল রাখবেন, অবশ্যই চাল শেষ হবার পর পাত্রটি ধুয়ে ভাল করে রোদে শুকিয়ে তারপর নতুন চাল ঢালবেন। এরফলে আপনার চালে আর পোকা ধরবে না। পাশাপাশি আপনি চাইলে নিমপাতা অথবা তেজপাতা চালের পাত্রে রেখে দিতে পারেন। তাহলেও দূর হবে চালের পোকা। নতুন করে আর কখনো পোকা (Rice bugs) ধরবেও না।

Advertisements

আরও পড়ুন ? Stain Cleaning from Sharee: দামি শাড়িতে মাংসের ঝোলের কড়া দাগ! নিমেষে উধাও হবে এই ৪ ঘরোয়া টোটকায়

অবশ্যই চালের মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা রেখে দেবেন। দেখবেন লঙ্কার গন্ধে চালে পোকা (Rice bugs) আর ধরছে না। প্রতি দু সপ্তাহ বাদে শুকনো লঙ্কা বদলে নিতে হবে। এই পদ্ধতি মেনে চললে চালে একটাও পোকা আসবে না। শুকনো লঙ্কার গন্ধে চালে থাকা সমস্ত পোকা চলে যাবে। এছাড়াও চালের মধ্যে কয়েকটা গোলমরিচ রেখে দিতে পারেন। কালো গোলমরিচের গন্ধেও সব পোকা পালাবে। যদি পোকা আগে থেকেই ধরে থাকে তবে সেই পোকাও পালাবে এই গন্ধে।

এছাড়াও আপনি পোকা ধরা চাল একটা কৌটোতে ঢেলে ফ্রিজে ঢাকনা ছাড়া রেখে দিন। দেখবেন চার থেকে পাঁচ দিন পরই সব পোকা ফ্রিজের ঠান্ডায় মরে যাবে। এছাড়া গোটা চালের কৌটো রোদেও দিতে পারেন। তবে রোদে দিয়ে পোকা তাড়াতে একটু বেশি সময় লাগে।

Advertisements