Samsung New Smartphone: দশ হাজার টাকারও কমে পেয়ে যান ৫০ এমপি ক্যামেরার স্মার্টফোন, বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Samsung New Smartphone: অবশেষে ভারতীয় মার্কেটে লঞ্চ হলো স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন। গ্রাহকদের মধ্যে ইতিমধ্যেই এই নিয়ে উত্তেজনা তুঙ্গে। ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি এফ০৫। তবে অবাক করার মত বিষয় হলো ফোনটির দাম ১০০০০ টাকারও কম। সাধারণত Samsung এর স্মার্টফোন এত কম দামে বাজারে পাওয়া একেবারেই অসম্ভব।

Advertisements

বর্তমানে স্মার্টফোন ছাড়া একদিন কাটানোর কথা সাধারণ মানুষ ভাবতে পারেনা। শুধুমাত্র বিনোদনের জন্য নয় নানারকম গুরুত্বপূর্ণ কাজেও এর ব্যবহার অপরিহার্য। Samsung এর এই অভিনব উদ্যোগ (Samsung New Smartphone) এর পিছনে আসল কারণ হলো বাজারে কম দামে স্মার্টফোন আনা। জনপ্রিয় এই ব্র্যান্ড অন্যান্য যে কোন কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য এবং গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা বাড়ানোর জন্য নিয়ে আসলো কম দামের এই দুর্দান্ত স্মার্টফোন। টুইলাইট ব্লু রঙের এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৪। সেই সঙ্গে চার বছর সিকিউরিটি আপডেটর ব্যবস্থা থাকবে।

Advertisements

আরো পড়ুন: আপনিও কি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, অবশ্যই করুন এই কাজ

ভারতীয় মার্কেটে ইতিমধ্যেই এর (Samsung New Smartphone) চাহিদা লক্ষ্য করা গেছে তবে ২০ সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে পাওয়া যাবে Samsung এর এই নয়া মডেল। গ্রাহকেরা বিভিন্ন লোকাল স্টোর ছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটে শুক্রবার থেকে এটি পেয়ে যাবে। গ্যালাক্সি এফ০৫ স্মার্টফোনে থাকবে ৪ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজ এবং RAM ৮ জিবি পর্যন্ত বাড়ানো হবে। পাশাপাশি এসডি কার্ড ব্যবহার করে এক্সটারনাল স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এলসিডি স্ক্রিন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট শক্তিশালী। ৫ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে এতে।

Advertisements

ফোনটির সব থেকে আকর্ষণীয় ফিচার হলো এর (Samsung New Smartphone) ক্যামেরা। এই নয়া স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফোনের ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। যা দিয়ে কোয়াটিলি সেলফি তোলা যাবে। এত দুর্দান্ত ফিচার থাকা সত্ত্বেও ফোনটির দাম মাত্র ৭ হাজার ৯৯৯ টাকা।

যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কম দামে ভালো স্মার্টফোন কিনবেন তারা অবশ্যই এই ফোনটি কিনতে পারেন। ১০ হাজার টাকার নীচে স্যামসাংয়ের এই স্মার্টফোন দারুণ বিকল্প হয়ে উঠবে তাতে একটুও সন্দেহ নেই। স্যামসাং গ্যালাক্সি সিরিজের একাধিক দামি দামি ফোন রয়েছে ভারতীয় মার্কেটে তবে কমদামের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন মানুষের নজর কাড়বে সবথেকে বেশি। বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন যে, কম দামে স্মার্টফোনের বাজারে রাজত্ব করার জন্যই স্যামসাং এই ফোন আনছে।

Advertisements