Spot Ticket: ভারতীয় রেল হল দেশের মেরুদন্ড। শিরা উপশিরার মত সারা দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। দেশের যেকোন প্রান্তে স্বল্প খরচে পৌঁছে যেতে পারবেন ভারতীয় রেলের সাহায্যে। সম্প্রতি যাত্রীদের সুরক্ষার্থে এবং সুবিধার্থে একাধিক ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। একের পর এক চমক এনেছে ভারতীয় রেলব্যবস্থা। রেলের ‘কবচ’ সিস্টেম কিংবা বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম এবং সেমি হাইস্পিড ট্রেন সবকিছুই হল দেশবাসীর জন্য বিশেষ উপহার। যাত্রীদের উন্নত পরিষেবা এবং নিরাপত্তার কথা সর্বদাই খেয়াল রাখে ভারতীয় রেল।
আগামী দিনে যাত্রী পরিষেবার মান যাতে অনেক বেশি উন্নত করা যায় তার প্রচেষ্টাই করছে ভারতীয় রেল। আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কেই জানতে পারবেন। উন্নত পরিষেবার জন্য ভারতীয় রেল একাধিক প্ল্যান করেছে। যেকোনো বিশেষ একটি রাজ্য নয় দেশের সবকটি রাজ্যে কম বেশি কাজ করেই চলেছে ভারতীয় রেল। যদিও এসবের মাঝেই এবার পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে স্টেশনে টিকিট (Spot Ticket) চেকিং-এর ভিডিও প্রকাশ করা হয়েছে, এই ভিডিও সকলকেই চমকে দিয়েছে।
সম্প্রতি গঙ্গাসাগর মেলা নিয়ে নিরাপত্তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় করে গঙ্গাসাগরে, তাই সুরক্ষার কথা সকলকেই মাথায় রাখতে হয়। তালিকায় পিছিয়ে নেই ভারতীয় রেল। যেসব পুণ্যার্থীরা ট্রেনের মাধ্যমে গঙ্গাসাগর যেতে ইচ্ছুক তাদের কাকদ্বীপ রেল স্টেশনে নামতেই হবে। এই ঘটনার কোনো রকম ব্যতিক্রম হবে না। শিয়ালদা ডিভিশনের তরফে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি কাকদ্বীপ স্টেশনেরই। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, টিকিট চেকাররা জোরকদমে যাত্রীদের টিকিট চেক করছেন। এমন অনেক যাত্রী আছে যারা টিকিট কাটতে অসুবিধার সম্মুখীন হয়েছে, রেলকর্তারা এমন যাত্রীদেরও পাশে দাঁড়িয়েছেন। ইউটিএস-এর মাধ্যমে স্পট টিকিট (Spot Ticket) কেটে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:Lalgola-Sealdah EMU: লালগোলা-শিয়ালদহ EMU কেন দাঁড়াবে রানাঘাটে, জানুন আসল কারণ
ভারতীয় রেলের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। অনেকেই বলেছে ভারতীয় রেল যে ব্যবস্থা নিয়েছে তা যাত্রীদের অনেকটাই সুবিধা দেবে। অবশ্য যারা টিকিট কাটেননি বা টিকিট কাটার প্রবণতা নেই রেলের এই উদ্যোগ তারা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারবে না। কিন্তু অন্যান্য যাত্রীদের ক্ষেত্রে এটি দুর্দান্ত একটি পরিষেবা।
এমনকি ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, শিয়ালদহ ডিভিশনের টিকিট চেকিং স্টাফরা মোবাইল ইউটিএস-এর মাধ্যমে স্পট টিকিট (Spot Ticket) দিচ্ছেন যা তীর্থযাত্রীদের জন্য অত্যন্ত উপকারী। এমন বহু পুণ্যার্থী রয়েছেন যারা বয়স্ক, তাদের পক্ষে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা কখনোই সম্ভব নয়। যাত্রীদের আর কাউন্টারে দীর্ঘ লাইন দিতে হবে না। রেলের বিভিন্ন স্টাফ এমনকি তীর্থযাত্রীদের গাইড করছেন পর্যন্ত। বহু মানুষ উপকৃত হচ্ছেন রেলের এই প্রচেষ্টার মাধ্যমে। লক্ষ্মীকান্তপুর থেকে আসা ব্যক্তি জানান, এই পরিষেবা সত্যিই প্রশংসনীয়। তিনি চান ভবিষ্যতে একাধিক উন্নত পরিষেবা যাতে ভারতীয় রেল দিতে পারে।