Child PAN Card: সঠিক সময়ে বানিয়ে ফেলুন সন্তানের প্যান কার্ড, পাওয়া যাবে একাধিক সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Child PAN Card: অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির মধ্যে প্যান কার্ড হল অন্যতম একটি নথি। আর্থিক লেনদেন সংক্রান্ত যেকোনো কাজে প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। ব্যাংকে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে টাকা তোলা, সমস্ত বিষয়ে প্যান কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। তবে শুধুমাত্র বড়দের ক্ষেত্রে নয় বাচ্চাদেরও প্যান কার্ড করা একান্ত প্রয়োজনীয়। আজকের প্রতিবেদনটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে বিস্তারিত সবই জানতে পারবেন। অনেক অজানা তথ্য জানা যাবে এই প্রতিবেদনের মাধ্যমে।

Advertisements

প্যান নম্বর (Child PAN Card) হল এমন একটি গুরুত্বপূর্ণ নথি যার মাধ্যমে অনেক কাজ খুব সহজেই করা সম্ভব। অফিসিয়াল যেকোন কাজেই এই নম্বরটির গুরুত্ব রয়েছে। সাধারণত প্রাপ্তবয়স্কদের প্যান থাকলেও অনেকেই বাচ্চাদের জন্য প্যান কার্ড বানান না। শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বানিয়ে ফেলুন প্যান কার্ড, অনেক কাজে এই প্যান কার্ড লাগবে।

Advertisements

যদি কোন শিশুর প্যান কার্ড (Child PAN Card) তৈরি করা হয় তাহলে তার আর্থিক ভিত্তি অনেক বেশি মজবুত হবে এবং ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা সহজ হয়ে যাবে। স্কলারশিপ থেকে বাচ্চাদের জন্য বিমা করার ক্ষেত্রেও সুবিধে হয়। যারা এখনো পর্যন্ত শিশুদের জন্য প্যান কার্ড করেননি, তারা অবশ্যই জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

Advertisements

যেসব মানুষ বিনিয়োগ করতে ভালোবাসেন এবং ভবিষ্যতে সুরক্ষিত রাখতে চান তারা শিশুদের জন্য মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে স্টকে বিনিয়োগ করেন। অনেক সময় বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড, স্টক বা অন্যান্য ক্ষেত্রে শিশুর নাম তালিকাভুক্ত করার জন্য একটি প্যান নম্বর প্রয়োজন হয়। তাই শিশুদের জন্য প্যান কার্ড করা অত্যন্ত প্রয়োজনীয়।

আরো পড়ুন:PMAY 2.0PMAY 2.0: শীঘ্রই শুরু হবে PMAY 2.0 যোজনা, হাতের কাছে রাখুন এই নথিগুলি

বর্তমান আধুনিক সমাজে অনেক শিশু পড়াশোনার সাথে সাথে অন্যান্য অনেক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সেই সব কাজের জন্য প্যান কার্ডের (Child PAN Card) অত্যন্ত প্রয়োজন হয়। আজকাল অপ্রাপ্তবয়স্করা যে টাকা রোজগার করে তার ট্যাক্স দেওয়ার জন্য একটি প্যান কার্ড থাকা অবশ্যই প্রয়োজন।

শিশু বিভিন্ন কীর্তির জন্য বৃত্তি পায়। সেই সুবিধে লাভের জন্য একটি প্যান কার্ড থাকা প্রয়োজন। যদি আপনি আপনার শিশুর জন্য এখনো প্যান কার্ড (Child PAN Card) তৈরি করে না থাকেন তাহলে শীঘ্রই তৈরি করে ফেলুন। অপ্রাপ্তবয়স্কদের জন্য প্যান কার্ড তৈরি করতে গেলে প্রথমে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে নাবালকের বাবা-মায়ের ঠিকানা এবং পরিচয়ের প্রমাণপত্র সহ সঠিক পরিচয় পত্র দিলে ১৫ দিনের মধ্যে মিলতে পারে প্যান কার্ড।

Advertisements