আধার কার্ড হারিয়ে গেছে, নম্বরও মনে নেই, নিখরচায় ফেরত পাওয়ার পদ্ধতি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে আধার বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্যান্য যাবতীয় সরকারি ভর্তুকি সহ বিভিন্ন কাজে আধার আবশ্যিক। তবে অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে এই কার্ড ব্যবহার না করার দরুণ অনেকেই তা হারিয়ে ফেলেন। হারিয়ে তা ফেলার পাশাপাশি ১২ ডিজিটের নম্বরও হারিয়ে ফেলতে দেখা যায়। এই পরিস্থিতিতে কীভাবে নিখরচায় নিজের আধার কার্ড অথবা আধার নম্বর ফেরত পাওয়া সম্ভব চলুন দেখে নেওয়া যাক।

হারিয়ে যাওয়া আধার কার্ড এবং আধার নম্বর ফেরত পাওয়ার জন্য কার্ড হারানো ব্যক্তিকে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ যেতে হবে।

সেখানে ঠিক অশোক স্তম্ভের নিচেই থাকা মেনুতে ক্লিক করতে হবে। তারপর বেছে নিতে হবে ‘My Aadhaar’ বিকল্প।

এখানে একাধিক বিকল্প থাকলেও পরবর্তীতে বেছে নিতে হবে ‘Get Aadhaar’ বিকল্পটি। ঠিক তারপর যে বিকল্পটি বেছে নিতে হবে সেটি হল ‘Retrieve EID/UID’।

এগুলি করার সাথে সাথেই আপনার সামনে খুলে যাবে একটি নতুন পেজ। যেখানে জানতে চাওয়া হবে আপনি আপনার আধার নম্বর ফেরত পেতে চাইছেন, নাকি ‘EID’ নম্বর ফেরত পেতে চাইছেন। আপনার পছন্দমত বিকল্প বেছে নিতে হবে।

এরপর যেখানে আপনার নাম চাওয়া হবে সেই জায়গায় আপনার আধার কার্ডে যে বানান ছিল সেই বানান লিখে নিজের নাম লিখতে হবে। পাশাপাশি দিতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা রেজিস্টার্ড ইমেল আইডি। এরপর ‘Captcha Verification’ কোড দেওয়ার পর ‘Send OTP’ বটনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে একটি ওটিপি চলে আসবে যেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করতে হবে।

সমস্ত কিছু ঠিকঠাক সাবমিট হয়ে গেলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে আপনার আধার নম্বর পাঠিয়ে দেবে UIDAI। এখন আপনি সেই আধার নম্বর দিয়ে নিখরচায় আধার কার্ড পিডিএফ হিসাবে ডাউনলোড করে নিতে পারবেন অথবা ৫০ টাকার বিনিময় PVC আধার কার্ডের অর্ডার দিতে পারবেন।