FASTag Facility: FASTag-এ আসছে নতুন ব্যবস্থা, বন্ধ হয়ে যাবে বারবার রিচার্জ করার ঝামেলা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Getting rid of the hassle of repeatedly recharging FASTag: সকলে ফাসট্যাগ বিষয়টি না বুঝলেও গাড়ির চালকরা এ বিষয়টি খুব ভালো করে বুঝবেন। ফাসট্যাগ হল এমন একটি ট্যাগ যেটিকে গাড়ির কাঁচে লাগিয়ে রাখা যায়। এর সাহায্যে দিয়ে দেওয়া যায় টোল ট্যাক্স। পথের মাঝে কোন টোল বুথ পরলেও সেখানে গাড়ি থামানোর প্রয়োজন হয় না। লাইনে দাঁড়ানোর কোন প্রয়োজন হয় না। ফাসট্যাগ মূলত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের মাধ্যমে কাজ করে। সম্প্রতি এই ফাসট্যাগ ফেসিলিটির সাথে আরো নতুন কিছু সুযোগ-সুবিধা (FASTag Facility) যুক্ত করা হয়েছে।

Advertisements

বর্তমানে বাইক ছাড়া বেশিরভাগ গাড়িতেই ফাসট্যাগ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। ৪ চাকা, লরি, বাস, ট্রাক ইত্যাদি প্রায় সমস্ত গাড়িতেই এই ট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক। তাই যে সমস্ত গাড়িচালক নতুন করে গাড়িতে ফাসট্যাগ ব্যবহার করতে চলেছেন, তাদের জন্য রয়েছে সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি দারুণ একটি ঘোষণা করা হয়েছে। গাড়ি ব্যবহারকারীরা উপকৃত হবেন এই তথ্যের মাধ্যমে। ফাসট্যাগের সাথে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা (FASTag Facility)। নতুন সুবিধাটি টোল টেক্স প্রদানের বিষয়টিকে আরো সহজ করে দেবে বলে আশা রাখা হচ্ছে।

Advertisements

ফাসট্যাগ (FASTag Facility) হল একটি ইলেকট্রিক্যাল টোল কালেকশন সিস্টেম। এটি এমন একটি প্রযুক্তি যার সাহায্যে অটোমেটিক পদ্ধতিতে টোল ট্যাক্স প্রদান করা যায়। তবে এই টোল ট্যাক্স প্রদানের জন্য ফাসট্যাগে রিচার্জ করাতে হতো গ্রাহককে। এখন আর বারবার এই রিচার্জ করারও প্রয়োজন পড়বে না। এই অটোমেটিক লেনদেনের প্রক্রিয়ার সময়সীমা আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এর ফলে উপকৃত হবেন প্রত্যেকটি গাড়ি চালক। টোল ট্যাক্স প্রদান করা নিয়ে তাদের চিন্তা অনেকটাই কমে যাবে। এছাড়াও ভবিষ্যতে ফাসট্যাগের সাথে যুক্ত করা হবে ইউপিআই প্রযুক্তিকেও।

Advertisements

আরও পড়ুন ? Toll Plaza FASTag Update: টোল প্লাজায় লাইনে দাঁড়ানোর দিন শেষ, এবার স্যাট করে হয়ে যাবে FASTag চেকিং

ফাসট্যাগ অ্যাকাউন্টে যদি নির্ধারিত টোল ট্যাক্সের চেয়ে কম অর্থ থেকে থাকে তাহলে ইউপিআই এর মাধ্যমে চালকের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক প্রসেসে টাকা কেটে নেওয়া হবে টোল ট্যাক্সের জন্য। সম্প্রতি এমনই এক ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডও যুক্ত হবে ইউপিআই এর সাথে। আরবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইউপিআই এর পদ্ধতিতে পরিবর্তন আনতে চলেছে। যার ফলে অটোমেটিক প্রসেসে টাকা ট্রান্সফার হয়ে যাবে ইউপিআই অ্যাকাউন্টে। এটি একটি অটোমেটিক রিপ্লেসমেন্ট পদ্ধতি হিসেবে পরিচিত হবে। নতুন এই পদ্ধতির মাধ্যমে ফাসট্যাগের মতন অন্যান্য প্রিপেড বিভাগগুলিতেও টাকা পেমেন্ট করা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না গ্রাহককে।

সাধারণত অ্যাকাউন্টগুলিকে ম্যানুয়ালি রিচার্জ করে থাকেন বেশিরভাগ মানুষ। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, ফাসট্যাগে যদি নির্ধারিত টাকার চেয়ে কম পরিমাণ টাকা থাকে তাহলে রাস্তার টোল বুথগুলিতে তা আর কাজে আসতো না। এর ফলে সময়ের অপচয়তো হয়ই পাশাপাশি অনেক সময় দিতে হয় টোল ট্যাক্সের নির্ধারিত পরিমানের চেয়েও বেশি টাকা। এর ফলে রাস্তায় বেরিয়ে সমস্যার পড়তে হতো গাড়ি চালককে। এই সমস্যা মেটানোর জন্য ইউপিআই পদ্ধতিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অটোমেটিক প্রসেসে ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার হলে টাকা কম থাকুক বা বেশি থাকুক তা নিয়ে কোন চিন্তা করতে হবে না গাড়িচালককে। ফাসট্যাগের এই নতুন সুবিধায় (FASTag Facility) উপকৃত হবে সকলেই।

Advertisements