Darjeeling Glass Bridge: দার্জিলিঙের নতুন আকর্ষণ, তৈরি হচ্ছে কাঁচের সেতু

Prosun Kanti Das

Published on:

Advertisements

Darjeeling Glass Bridge: দার্জিলিঙের নতুন আকর্ষণ, তৈরি হচ্ছে কাঁচের সেতু। বর্তমানে সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় বিষয় কাঁচের সেতু (Darjeeling Glass Bridge)। যারা ভ্রমণ প্রিও তারা হয়তো অনেকেই বিভিন্ন এলাকায় গিয়ে কাঁচের সেতু ঘুরে এসেছেন। আর যারা তা করতে পারেনি তারাও বিষয়টি জানেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বিষয়টি আর অজানা নেই কারো কাছেই। ভারতের বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক কাঁচের সেতু। ভারতের প্রথম কাঁচের সেতুটি তৈরি করা হয়েছিল কেরলে। ইতালি থেকে এক ধরনের ফাইবার গ্লাস আমদানি করা হয়, সেই গ্লাসটি কোনভাবেই ভেঙে ফেলা যায় না। সেই গ্লাস দিয়েই তৈরি করা হয়েছিল ভারতের প্রথম কাঁচের সেতু। এরপর আরো বেশ কয়েকটি জায়গায় এই ধরনের সেতু তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছে সিকিমের পোলিং এর নামও। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে দার্জিলিং এর নাম।

Advertisements

পৃথিবীর সবথেকে উঁচু এবং দীর্ঘতম কাঁচের সেতুটি (Darjeeling Glass Bridge) রয়েছে চীনে। পর্যটক টানতে চীন এই সেতু তৈরি করেছিল। পায়ে হেঁটে পেড়োনো যায় এই সেতুটিকে। শুধুমাত্র চীন নয় এরপরে যতগুলি দেশ অথবা যতগুলি শহর এই সেতু তৈরি করেছে প্রত্যেকের উদ্দেশ্য একটাই, পর্যটক টানা। আর এই কাজে তারা সম্পূর্ণ সফল। কারণ কাঁচের সেতু সাধারণের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। সিকিমের পোলিং এ অনেকদিন আগেই এই সেতু তৈরি করা হয়েছে। তাহলে দার্জিলিং বাদ থাকবে কেন? এবার পাহাড়ের রানী দার্জিলিংয়ে তৈরি হবে কাঁচের সেতু।

Advertisements

কংক্রিটের সেতু সব জায়গাতেই দেখা যায়। দার্জিলিঙেও তেমন সেতু অনেক রয়েছে। কিন্তু এবার পর্যটক টানতে বানানো হচ্ছে কাঁচের সেতু (Darjeeling Glass Bridge)। তবে এই সেতু কিন্তু সরকার বা দার্জিলিং ট্যুরিজম তৈরি করছে না। হামরো পার্টির সুপ্রিমো অজয় এডওয়ার্ড এই সেতু তৈরী করছেন। দার্জিলিং এর মূল শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত বালাবাস। সেখানেই তৈরি হচ্ছে এই কাঁচের সেতু। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই তৈরি করা হচ্ছে সেতুটিকে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, অনেকটা শেষ হয়ে গেছে বলা যায়। সেতু তৈরির সম্পূর্ণ খরচ বহন করছে এডওয়ার্ড নিজেই।

Advertisements

আরো পড়ুন: নর্থ বেঙ্গল গেলে এবার থেকে আর মিস হবে না সূর্যোদয়, সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে জিটিএ

বালাবাস এলাকায় আগে থেকে একটি ঝুলন্ত সেতু ছিল। কিন্তু সেই সেতুটি ব্যবহারের যোগ্য ছিল না। সেই সেতুটিকেই কাঁচ দিয়ে মুড়ে নতুন করে কাঁচের সেতু (Darjeeling Glass Bridge) তৈরি করছে অজয় এডওয়ার্ড। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে সে জানায় কোন ব্যবহারযোগ্য সেতু না থাকায় চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। এই সমস্যা সমাধান করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল। কিন্তু তারা যখন নিল না তখন তিনি নিজেই এই উদ্যোগ নিয়েছেন। যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জামের যোগান দিচ্ছেন তিনি এবং স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সেতুটিকে তৈরি করছেন একটু একটু করে।

কাঁচের সেতু (Darjeeling Glass Bridge) তৈরি হলে যে শুধুমাত্র এলাকাবাসীর যাতায়াতের সুবিধা হবে তা কিন্তু নয়। বালুবাস এলাকাটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। শুধুমাত্র কাঁচের সেতুর আকর্ষণেই পর্যটকদের ঢল নামতে পারে এই এলাকায়। অর্থাৎ উন্নতি হবে আর্থিক পরিস্থিতিরও। সেতু তৈরির কাজ শেষ হলে সেখানে আরো বেশ কিছু আকর্ষণীয় অ্যাক্টিভিটি চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এডওয়ার্ড নিজেই। তিনি জানিয়েছেন, সেতু তৈরীর কাজ শেষ হলে সেখানে রক ক্লাইম্বিং, ওয়াটার কিংডমের মতো আকর্ষণীয় অ্যাক্টিভিটি চালু করা হবে। তিনি নিজে একটি কফিশপ খোলার কথাও জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দার্জিলিং এর কাঁচের সেতু তৈরি করতে ব্যবহার করা হচ্ছে এক বিশেষ ধরনের কাঁচ। যা আমদানি করা হচ্ছে মুম্বাই শহর থেকে।

Advertisements