বাংলাএক্সপি ডেস্কঃ দিন কয়েক আগেই আচমকা শিরোনামে এসেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তার এমন আচমকা শিরোনামে আসার পিছনে অবশ্য অন্য কিছু নয়, ছিল আরজি কর কান্ড। আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে গিয়ে তিনি শাঁখ বাজিয়েছিলেন, তবে তার শাঁখ বাজানোর অঙ্গীভঙ্গি ঠিকঠাক নিতে পারেননি নেটিজেনরা। আর এসবের মধ্যেই এবার নতুন ফ্যাসাদে পড়তে হল অভিনেত্রীকে।
অভিনেত্রীর ঋতুপর্ণা সেনগুপ্ত আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে যেভাবে শাঁখ বাজিয়েছিলেন তাতে তিনি শাঁখ বাজাচ্ছেন নাকি চুমুক দিয়ে জল পান করছিলেন তা বোঝা দায় হয়ে পড়েছিল। পুরোটাই অ্যাক্টিং করছিলেন বলেই দাবি করেছেন নেটিজেনরা। আর এসবের মধ্যেই এবার তিনি প্রতিবাদ মিছিলে অংশ নিতে গেলে শুনতে হয় ‘গো ব্যাক’ স্লোগান।
বুধবার শ্যামবাজারে আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সেখানেই অংশগ্রহণ করতে গিয়েছিলেন আর অংশগ্রহণ করতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনে ফিরে আসতে হয়। আন্দোলনকারীদের তরফ থেকে তাকে শুধু গো ব্যাক স্লোগান শোনানো হয়েছে এমন নয়, এর পাশাপাশি তার গাড়িতে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ। এমন অবস্থায় পরিস্থিতি বেগতিক দেখে কোনক্রমে এলাকা ছাড়েন অভিনেত্রী।
বুধবার সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে আন্দোলনকে নতুন মাত্রা দেওয়ার জন্য নতুনভাবে বিচারের দাবি তুলতে দেখা যায় আন্দোলনকারীদের। এখানেই প্রায় মধ্যরাতে পৌঁছেছিলেন ঋতুপর্ণা। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতে সুর চড়ান। এতদূর পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও কিছুক্ষণের মধ্যেই তেতে ওঠে এলাকা।
এলাকা তেতে উঠতেই আন্দোলনকারীদের তরফ থেকে ঋতুপর্ণা সেনগুপ্তকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান থেকে শুরু করে ধিক্কার সহ বিভিন্ন ধরনের স্লোগান তোলা হয়। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে অভিনেত্রী তড়িঘড়ি গাড়িতে ওঠেন। তার গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোতল। আর এমন অবস্থায় কোনক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে নেটিজেনদের তরফ থেকে দাবি করা হচ্ছে, ‘ঢং করে শাঁখ বাজালে এমনটাই তো হবে’।