Bike Ride on Ajodhya Hill: অযোধ্যায় এবার নয়া অ্যাডভেঞ্চার! বেড়াতে গেলেই মিলবে দ্বিগুণ মজা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Go in a Adventurous Bike Ride trip on Ajodhya Hill: এরাজ্যে এমন বহু জায়গা আছে যা পর্যটকদের আকৃষ্ট করবে বারবার। অযোধ্যা পাহাড় হলো তারই এক উদাহরণ। এখানে গেলে আপনি স্বাদ পাবেন বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের। আর যদি আপনি বাইক চালাতে পছন্দ করেন তাহলে তো সোনায় সোহাগা। আরও বেশি করে পাহাড়ের খাঁজ, টিলার জঙ্গলের অ্যাডভেঞ্চারের স্বাদ গ্রহণ করতে পারবেন বাইকে। তার সাথে থাকবে বিভিন্ন সাইট সিয়িং-র গল্প যা আপনার সামনে তুলে ধরবে প্রকৃতির এক অনন্য রূপ। আপনি একেবারে কাছ থেকে উপভোগ করতে পারবেন প্রকৃতির সৌন্দর্যকে।

Advertisements

ভাবছেন অযোধ্যা পাহাড় (Ajodhya Hill) যাবেন তাও বাইকে? এটাও কি সত্যি? গোয়া, গ্যাংটকের মত অযোধ্যা পাহাড়েও বাইক ভাড়া মিলছে আর সাথে থাকবে বাইকে করে অযোধ্যা পাহাড়ের (Bike Ride on Ajodhya Hill) সমস্ত সাইট সিয়িং ঘোরানোর ব্যবস্থা। এরকম অফ বিট জায়গায় সবাই যেতে চাইবে। অযোধ্যা পাহাড়ে গেলেই আপনি দেখতে পাবেন সেভাবে পাওয়া যায় না। এই শীতে ঝলমলে নীল আকাশে রোদ্দুর, সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া। আর দুপাশে জঙ্গলজুড়ে শাল, সেগুন, পলাশ, শিমুল, কুসুমের ঘন বন।

Advertisements

পুরুলিয়ার জঙ্গলের মধ্যেই দেখতে পাবেন বিভিন্ন রকমের টিলা। কোথাও দেখতে পাবেন কালো পিচের মসৃণ রাস্তা, আবার কোথাও আছে এবড়ো-খেবড়ো পথ। রাস্তার পাশে আছে গভীর খাদ এবং পাহাড়ি ঝোরার আওয়াজ। যদি আপনার কপাল খুব ভালো থাকে তাহলে দিনের বেলাতেই বুনো হাতের সন্ধান পেতে পারেন। দেখা যেতে পারে বন্য শুয়োর, খরগোশ, বন বিড়াল এমনকী গোল্ডেন জ্যাকেলও। সঙ্গে দেখতে পেতে পারেন চিতল হরিণ বা হায়নাকেও।

Advertisements

অযোধ্যা পাহাড়ের এমন কিছু অফ বিট সাইট সিয়িং সাধারণত পর্যটকরা যার সম্পর্কে জানেন না। শুধুমাত্র চার চাকা নিয়ে যারা বেড়াতে আসেন তাদের পক্ষে এই দুর্গম অথচ সুন্দর জায়গাগুলো আবিষ্কার করা সম্ভব নয়। শুধুমাত্র বাইক আরোহীরা এই সুন্দর জায়গাগুলো সহজেই খুঁজে বার করতে পারবেন। কি কি আছে এই তালিকাতে চলুন এক নজরে দেখে নিই। মাছকান্দা ফলস, পিটিতিরি ফলস, ছলছলিয়া ফলস, ঘাঘেশ্বরী ফলস, পাপড়াকোচা ড্যাম, ডাউরি খালের কুমিরের হাঁ মুখ। এই ডাউরি খালে ২০০৬ সালের জুলাই মাসে হড়পা ভেসে গিয়েছিলেন পর্বতারোহীরা। এর সাথে আছে এই পাহাড়ের সীতাকুন্ডে রাম-সীতার মিথ। বিভিন্ন ধরনের গল্প জড়িয়ে আছে এর সঙ্গে।

এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করবে কারা বাইকে করে ঘুরে দেখাচ্ছে এই অযোধ্যা পাহাড়ে (Bike Ride on Ajodhya Hill) আনাচে-কানাচের বিভিন্ন জায়গাগুলি। বাঘমুন্ডির পাতরডি গ্রামের বাসিন্দা দুলাল কুমার। এই অযোধ্যা পাহাড় রেঞ্জের বলরামপুরের যশডি গ্রামের রঞ্জিত মাহাতো। এই দুই যুবকই মূলত বাইকে অযোধ্যা পাহাড় ঘুরিয়ে দেখাচ্ছেন পর্যটকদের। পর্যটকদের সামনে তুলে ধরছেন এই পাহাড়ে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। এনারা সরকারিভাবে কোনরকম গাইড এর প্রশিক্ষণ না নিলেও অযোধ্যা পাহাড়ের সমস্ত সাইট সিয়িংগুলো এদের একেবারে হাতের মুঠোয়। বর্তমানে মানুষের পছন্দের পরিবর্তন ঘটছে তারা আরও বেশি করে অ্যাডভেঞ্চার চাইছে।

দুর্গম হোক কিংবা সাধারণ যে কোন রকম জায়গায় যেতে আজকাল সবাই রাজি। পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে এই বাইকে করে অযোধ্যা পাহাড় (Bike Ride on Ajodhya Hill) ঘুরে দেখার ব্যবস্থা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের সমাগম ঘটে শীতের মরশুমে। সেই কারণে বাইক ভ্রমণ এখন জমজমাট। শুধু বাইক চালানো নয় বাইক ভাড়া পর্যন্ত দিচ্ছেন এরা। সারাদিনে বাইক রাইডার দুলাল ৪ থেকে ৫টি সাইট সিয়িং করছেন এবং সঙ্গে শোনাচ্ছেন গল্প। যার জন্য পর্যটকদের কাছ থেকে নিচ্ছেন মাত্র ১ হাজার টাকা। অবশ্য সুরক্ষার কথা মাথায় রেখে একটি বাইকে একজনকেই তোলা হচ্ছে অর্থাৎ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বিধি মানা হচ্ছে জোর কদমে। মাথায় দিচ্ছেন হেলমেট এমনকি পর্যটকের জন্যও হেলমেট থাকছে ওই বাইকে ঝোলানো। এছাড়া বাইক ভাড়া নিতে হলে মাত্র ৫০০ টাকা। জ্বালানি কিন্তু নিজেরই খরচ করতে হবে।

জানলে অবাক হবেন যে, রঞ্জিত-ই প্রথম অযোধ্যা পাহাড়ে পর্যটকদেরকে বাইকে ঘুরিয়ে দেখানোর স্বাদ দিয়েছিলেন। যেসব পর্যটকরা অযোধ্যা পাহাড় ঘুরতে আসবেন তারা বাইক রাইডারদের হাত ধরে এই জায়গাটিকে আরো নতুনভাবে চিনবেন। মূলত এইসব বাইক রাইডাররা সামাজিক মাধ্যমে প্রচার করেই অযোধ্যা পাহাড়ের (Ajodhya Hill) জন্য পর্যটক টানছেন। এইসব বাইক রাইডাররা সহজেই ফেসবুকে ফোন নম্বর শেয়ার করে বুকিং পাচ্ছেন। বিভিন্ন পর্যটকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যা পাহাড়ে আসছেন বাইকে করে জায়গাটির আনাচে-কানাচে ঘুরবেন বলে, যা চার চাকায় করে কখনোই সম্ভব না। সেই সব জঙ্গলঘেরা এলাকায় অ্যাডভেঞ্চারের জন্য বাইক ছাড়া হবে না। আসলে অযোধ্যা পাহাড়ের আসল রূপ দেখতে চাইলে আপনাকে বাইকের সাহায্য নিতেই হবে।

Advertisements