Travel Destinations: অনেক হল দার্জিলিং, অনেক হল কালিম্পং! এবার ঘুরে আসুন উত্তরবঙ্গের নতুন জায়গা

Prosun Kanti Das

Published on:

Go in this summer new travel Destinations Latpanchar instead of Darjeeling: বর্তমানে দক্ষিণবঙ্গের অসহ্য গরম সত্যিই রাজ্যবাসীর জন্য একপ্রকার শাস্তি। এই তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচার একমাত্র উপায় হল কোথাও ঘুরতে যাওয়া বিশেষ করে পাহাড়ে। এই গরমে ভ্রমণ মানে প্রথমে মাথায় আসে দার্জিলিং কিংবা গ্যাংটক অথবা কালিম্পং ও কার্শিয়াং এর কথা। কিন্তু চেনা জায়গা ছেড়ে অচেনা জায়গায় ঘোরার মজাটাই হলো আলাদা। তা হলে আর দেরি না করে শান্ত, নিরিবিলি প্রকৃতি মাঝে মহানন্দা অভয়ারণ্যের (Travel Destinations) মাথার উপর ছোট পাহাড়ি গ্রামের ঘুরে আসুন।

এই পাহাড়ি গ্রামে আপনি নিশ্চিন্তে দু-এক দিন ছুটি কাটাতে পারবেন। শহরের কোলাহল এবং ব্যস্ততা থেকে এক্কেবারে দূরে এই গ্রামটি আপনার পক্ষে একেবারে আদর্শ (Travel Destinations)। থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে। ৪২০০ ফুট গড় উচ্চতায় এই গ্রামের নাম লাটপাঞ্চার। পাহাড়ি গ্রাম লাটপাঞ্চার পাখি প্রেমীদের অত্যন্ত পছন্দের জায়গা। মহানন্দা অভয়ারণ্যের ঠিক উপরে লাটপাঞ্চার। হিমালয়ান পাখির আপনি দেখা পাবেন এই অঞ্চলে। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি যারা ভালোবাসে তারা প্রায় এই অঞ্চলে এসে ভিড় জমায়।

কোথা থেকে উৎপত্তি হয়েছে এই গ্রামটির নামের? লেপচা ভাষায় ‘লাট’ অর্থ বেত এবং ‘পাঞ্চার’ অর্থ জঙ্গল। জঙ্গলে ঘেরা একেবারে পাহাড়ি শান্ত একটি গ্রাম হল লাটপাঞ্চার (Travel Destinations)। দুটো পাহাড়ের মাঝ দিয়ে বিস্তীর্ণ তরাই সমতল। পাহাড়ের উপর থেকে দেখতে পারবেন তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য। সাথে রয়েছে পাইন, সিঙ্কোনার জঙ্গল। লাটপাঞ্চার একটি নেপালি গ্রাম। গ্রামটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি আকর্ষণীয়।

লাটপাঞ্চারের জঙ্গলে আপনি দেখা পাবেন ২৪০ প্রজাতির পাখি এবং ৩৬ প্রকারের বন্যপ্রাণীর। এই গ্রাম থেকে দু’কিলোমিটার দূরে রয়েছে সানসেরিদাঁড়া ভিউ পয়েন্ট। যদি আপনার কপাল ভালো থাকে এখান থেকে বরফে টাকা কাঞ্চনজঙ্ঘার শোভা সত্যিই আপনার মন ভরিয়ে দেবে। লাটপাঞ্চার থেকে আপনি ঘুরতে যেতে পারেন অহলদাড়া, লাটকুঠি, পাঁচপোখরি, সামসারিদাঁড়া, লেপচা মনাস্ট্রি ইত্যাদি। কর্মব্যস্ত জীবন থেকে যদি দুদিনের ছুটি চান তাহলে এখানে (Travel Destinations) আপনাকে আসতেই হবে। শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে কালিম্পং যাওয়ার পথে কালিঝোড়া থেকে বাম দিকে বেঁকে গেলেই মেলে লাটপাঞ্চারের রাস্তা।

আরও পড়ুন ? Manaskhand Tour: জলের দরে উত্তরাখণ্ডের মানসখন্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে IRCTC! ট্রেন ছাড়বে হাওড়া থেকে

লাটপাঞ্চারের যারা ঘুরতে আসে তাদের মধ্যে থেকেই একজন পর্যটক বলেছেন যে, ‘এই অসহ্য গরমে এত সুন্দর জায়গায় আসতে পেরে দারুণ লাগছে। শহরের পলিউশন থেকে অনেক দূরে পাহাড়ের এই জায়গাটি (Travel Destinations) পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ। এখানকার বাতাস একেবারেই বিশুদ্ধ।

লাটপাঞ্চার গ্রামে সত্যিই আপনি পেয়ে যাবেন রক ক্লাইম্বিং সেন্টার। বহু পর্যটক এবং সাধারন মানুষ শিলিগুড়ি থেকেও রকক্লাইম্বিং করতে আসেন। তার মধ্যে বেশিরভাগ হলো পড়ুয়ারা। পর্যটকরা এই জায়গাটির প্রেমে এতটাই পাগল যে নির্জন সময় কাটাতেও অনেকে এখানে আসেন। গরমের ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে অথবা একাকী সময় কাটাতে এই জায়গাতে আসতেই হবে।