Thailand Trip: পুজোয় থাইল্যান্ড যাবেন! ঘুরে আসুন নাম মাত্র খরচে, জানুন কীভাবে

Prosun Kanti Das

Published on:

Go on a trip to Thailand for just the name of the puja: সামনেই বাঙালির উৎসবের মরশুম। দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সবই আছে পরপর। এই সুযোগে একটু বিদেশ ভ্রমণ কিন্তু মন্দ হয় না। খুব দূরে কোথাও না গিয়ে আপনি চাইলে আশেপাশেই ঘুরে আসতে পারেন যেমন ধরুন থাইল্যান্ড (Thailand Trip)। ভারতীয়দের কাছে দেশটি কিন্তু বেশ জনপ্রিয় এবং বাজেট ফ্রেন্ডলি। থাইল্যান্ড ভ্রমণ মধ্যবিত্ত ভারতীয়দের সাধ্যের মধ্যে। আপনি যদি জনপ্রতি মোটামুটি ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ করতে পারেন বিলাসবহুলভাবে থাইল্যান্ড ঘুরে আসতে পারেন। কম খরচেও আপনি ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড কিন্তু তার জন্য মেনে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব থাইল্যান্ড ভ্রমণ সম্পর্কে। সেখানে থাকা এবং খাওয়ার সাশ্রয়ী হদিশ মিলবে এই প্রতিবেদনে। হোটেল থেকে শুরু করে ক্যাব পর্যন্ত কত খরচ হবে তার হিসাব পেয়ে যাবেন আপনি। ভীষণই সস্তায় থাইল্যান্ড ভ্রমণ (Thailand Trip) সেরে ফেলতে পারবেন তবে হতে রাখতে হবে তিন থেকে চার দিন। এই দেশের গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় স্থানগুলি মোটামুটি তিন দিনেই ঘোরা যায়। আপনি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে ওঠার আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যেই থাইল্যান্ড পৌঁছে যাবেন। তারপর সেখানে গিয়ে ভিসা (অ্যারাইভাল অন ভিসা) নিয়ে ক্যাব ভাড়া করে নিজের বুক করা হোটেলে পৌঁছাতে পারেন। হোটেল বুক করার আগে এই পরিষেবাগুলি চেক করে নিন।

আপনি যখনই থাইল্যান্ডে (Thailand Trip) যাবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ করার ইচ্ছে হবে, যেমন প্যারাগ্লাইডিং, কাইট সার্ফিং, ব্যানানা রাইড, স্নরকেলিং, প্যারাসেলিং, স্কুবা ডাইভিং ইত্যাদি। সেইসব মজাদার রাইডিং এর ডাক উপেক্ষা করা বেশ কঠিন। থাইল্যান্ডে শুধুমাত্র থাই কারেন্সিই ব্যবহার করা হয়। যখন ঘুরবেন হাতে মোটামুটি হাজার দশেক টাকা রাখুন। ভারতীয় টাকায় যা প্রায় ২৩ হাজার টাকা। আপনি চাইলে সেখানে গিয়েও মুদ্রা বিনিময় করতে পারবেন। থাইল্যান্ড এ গিয়ে পাসপোর্ট নিয়ে বাইরে ঘোরাঘুরি করবেন না। পাসপোর্ট চুরি যাওয়া এখানে প্রায় হয়ে থাকে। থাইল্যান্ডের পথেঘাটে নাকি চোর, ডাকাত, ছিনতাইবাজরা ঘুরে বেড়ায়। বিদেশি পর্যটকরা যদি কোনো কারণে অসতর্ক হয় তাঁর জিনিস চুরি করে নেয় তারা। নিজের পাসপোর্ট সর্বদাই হোটেলের ঘরে নিরাপদ রাখুন। ভ্রমণের মজা নষ্ট হলে ভালো লাগবেনা।

থাইল্যান্ড (Thailand Trip) যেতে ভারতীয় মুদ্রায় জনপ্রতি প্রায় ৫০ হাজার টাকা লাগবে। খাবার, হোটেলে থাকা এবং ফ্লাইটের সম্পূর্ণ খরচ হয়ে যায়। কেনাকাটার জন্য বাড়তি টাকা লাগবে। থাইল্যান্ডে আপনার খরচ পড়বে ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে। এখানকার আবহাওয়ার খুবই মনোরম, দিনে খানিকটা উষ্ণ হলেও রাতের বেলায় খুনি ভালো। নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। থাইল্যান্ডে আপনি যেকোনো সময়ে বেড়াতে যেতে পারেন। এখানকার আবহাওয়া অনেকটা গোয়ার মতো, থাইল্যান্ড ছুটি কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা।

থাইল্যান্ডে গিয়ে খাবারের অনেক রকমভেদ আছে, তবে নিরামিষাশীদের কিন্তু অসুবিধায় পড়তে হবে। মজার ব্যাপার আপনি সহজেই এখানে ভারতীয় খাবার পেয়ে যাবেন। তার জন্য আপনার ভালোই রেস্ত খরচ হবে। ভারতে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে ডাল-ভাতের থালি পাওয়া যায়, কিন্তু থাইল্যান্ডে ১৫০০ টাকায় মতো খরচ হয়ে যাবে। ভারতীয় হোটেলের সংখ্যা খুব বেশি নেই। এখানকার স্থানীয় হোটেলগুলিতে ভারতীয় খাবারের জন্য গ্রাহকদের কাছ থেকে ভালো পরিমাণ টাকা নেয়।