North Bengal Tour: বাংলার বুকে রয়েছে এমন এক ট্রেন, যাতে চড়লে গ্যারান্টি মন জুড়িয়ে যাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Go out on North Bengal Tour by this train, mind blowing: আপনিও যদি ঘুরতে যেতে ভালোবাসেন, আর আপনার পছন্দের জায়গা যদি হয় জঙ্গল, তাহলে আর দেরি নয় চটপট এই ট্রেনটিতে উঠে পড়ুন। ঘুরতে যাওয়ার জন্য বা নিত্যদিনের প্রয়োজনে ট্রেনে হয়তো এর আগে বহুবার উঠেছেন। কিন্তু, এই বিশেষ ট্রেনটিতে উঠলে রেলপথের আশপাশের প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবেই। উত্তরবঙ্গগামী (North Bengal Tour) এই বিশেষ ট্রেনটিতে উঠলে আপনি এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হবেন।

Advertisements

জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলা উত্তর বঙ্গের এই রেলপথ (North Bengal Tour) নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে। রেলপথের চারিদিকের শোভা যাত্রীকে মুগ্ধ করলেও বন্য জীবজন্তুর জন্য এটি ক্ষতিকর। শিলিগুড়ি স্টেশন থেকে নিউ কোচবিহার অবধি জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গেছে এই রেলপথ। তবে হ্যাঁ হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকলে তবেই এই ট্রেনটিতে ওঠার কথা ভাববেন। শিলিগুড়ি স্টেশন থেকে সকাল ৭ টায় ট্রেনটি ছেড়ে নিউ কোচবিহার অব্দি পৌঁছাতে ঠিক কতক্ষণ সময় নেবে তা কেউ বলতে পারে না।

Advertisements

শিলিগুড়ি স্টেশন থেকে নিউ কোচবিহার অব্দি একের পর এক ছবির মত সাজানো সুন্দর স্টেশন অতিক্রম করে এগিয়ে চলে ট্রেনটি। পথে পড়বে সেবক, কালচিনি, হাসিমারা, চালসা ইত্যাদি। রেল পথের দু’ধারে জঙ্গল। এককথায় জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে ট্রেন। তার সাথে মাঝে মাঝেই নদীর উপর গড়ে উঠেছে ছোট ছোট রেল ব্রিজ ও একাধিক টানেল। কিন্তু ট্রেন যদি কোন এক জায়গায় একবার দাড়িয়ে পড়ে, তাহলে সে ট্রেনটি আবার কখন ছাড়বে তার কোন নিশ্চয়তা নেই। অন্যান্য ট্রেনের মত এই ট্রেনটিরও নির্দিষ্ট সময়সূচি রয়েছে, কিন্তু তা মেনে চলেন না কেউই। তাই হাতে সময় থাকলে মন ভালো করতে এই ট্রেনে উঠে পড়তেই পারেন সময়ের নিশ্চয়তা না থাকার কারণে ট্রেনটিতে ভিড়ও তেমন একটা হয় না।

Advertisements

আরও পড়ুন ? Rail Madad App: ট্রেনের সিট জবরদখল করলেও চিন্তা নেই, মুহূর্তে মিলবে সমাধান! ফোনে রাখুন এই একটি অ্যাপ

সাধারণত, শিলিগুড়ি থেকে নিউ কোচবিহার অব্দি পৌঁছাতে সময় লাগে ৬ ঘন্টা। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলা এই রেলপথে হঠাৎ করেই দেখা হতে পারে হাতির দলের সঙ্গে। যদিও তা একেবারেই কাম্য নয়। কারণ, রেলপথ বন্য জন্তুদের জন্য সুরক্ষিত নয়। নানা রকম বিপদের সম্মুখীন হতে পারে বন্য জন্তুরা। জঙ্গলের পথে দু-একটা হাতি বা অন্য কোন বন্য জন্তুর সাথে সাক্ষাৎ হলে যাত্রাপথ আরো রোমাঞ্চিত হবে ঠিকই কিন্তু বন্য জন্তুদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ঘটনা না ঘটার কামনা করাই উচিত।

উত্তরবঙ্গের এই ট্রেনটি (North Bengal Tour) যাত্রাপথের নির্দিষ্ট সময়সূচি মেনে না চললেও, আশেপাশের মনকাড়া প্রাকৃতিক পরিবেশ আপনাকে সময় নষ্টের বিরম্বনার অনুভব করতে দেবে না। চলতি পথে যে কোন জায়গায় হঠাৎ করেই ট্রেনটি দাঁড়িয়ে পড়তে পারে। তাই হাতে বেশ কিছুক্ষণ সময় থাকলে তবেই এই ট্রেনটিতে উঠে পড়ুন। তেনজিন নোরগে বাসস্ট্যান্ডের ঠিক বিপরীতে অবস্থিত স্টেশন থেকে উঠতে পারবেন জঙ্গলের বুক চিরে এগিয়ে যাওয়ার ট্রেনটিতে।

Advertisements